Mohammed Shami

বোলারদের নাস্তানাবুদ করার প্রস্তুতিতে মগ্ন শামি! নতুন রূপে ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে

শামি রয়েছেন এনসিএতে। বোলিংয়ে পাশাপাশি ব্যাটিং অনুশীলনেও গুরুত্ব দিচ্ছেন বাংলার জোরে বোলার। আগ্রাসী মেজাজে অনুশীলনের ভিডিয়ো নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১১:০২
picture of Mohammed Shami

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

দ্রুত ভারতীয় দলে ফিরতে চান মহম্মদ শামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছেন না বাংলার জোরে বোলার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং অনুশীলনেও গুরুত্ব দিচ্ছেন। আগামী দিনে নতুন রূপে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

বল হাতে ব্যাটারদের নাস্তানাবুদ করেই এত দিন ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন শামি। তাঁর বলের সিম পজিশন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের কাছে বিস্ময়ের। সেই শামি এ বার ব্যাট হাতে বোলারদের নাস্তানাবুদ করার প্রস্তুতি নিচ্ছেন। এনসিএতে ব্যাট হাতে ডাকাবুকো মেজাজে দেখা গিয়েছে শামিকে। প্যাড, হেলমেট ছাড়াই নেটে তাঁর ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। একের পর আগ্রাসী শট মারতেও দেখা গিয়েছে বাংলার জোরে বোলারকে।

ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো নিজেই ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শামি। সঙ্গে তিনি লিখেছেন, ‘‘একই রকম মনোযোগ এবং আগ্রহ নিয়ে ব্যাটিং অনুশীলন করছি। এনসিএতে নিজের ক্রিকেটকে আরও ক্ষুরধার করার চেষ্টা করছি। একটা একটা করে বল খেলে তৈরি হচ্ছি।’’ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা দিতে পারলে নিশ্চিত ভাবে ভারতীয় দলের সাজঘরে শামির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। তিনি নিজেও হয়তো নতুন রূপে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে চাইছেন।

চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ফিরতে পারেননি শামি। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা ভেবেছিলেন জাতীয় নির্বাচকেরা। তাঁর কিট ব্যাগও পৌঁছে গিয়েছিল সে দেশে। কিন্তু ফিটনেস সমস্যার কারণে শামির অস্ট্রেলিয়া যাওয়া এখনও নিশ্চিত নয়। শনিবার বাংলার হয়ে বিজয় হজারে ট্রফির প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে খেলেননি। মনে করা হচ্ছে, প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ থেকে তাঁকে পাবে বাংলা।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন শামি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের লক্ষ্য তাঁকে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্পূর্ণ ফিট ভাবে পাওয়া। তাই শামিকে নিয়ে তাঁরা হঠকারী কিছু করতে চাইছেন না।

Advertisement
আরও পড়ুন