BGT 2024-25

অনুশীলনে হাঁটুতে চোট রোহিতের, বসে থাকলেন বরফ বেঁধে, আঘাত কি গুরুতর? জানালেন আকাশ

রবিবার নেটে অনুশীলন করার সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। বেশ কিছু ক্ষণ হাঁটুতে বরফ বেঁধে বসে থাকতেও দেখা যায় রোহিতকে। তাঁর মুখে ছিল যন্ত্রণার ছাপ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১০:২১
picture of Rohit Sharma

রোহিত শর্মা। ছবি: এক্স (টুইটার)।

অনুশীলনে চোট পেলেন রোহিত শর্মা। রবিবার নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বাঁ পায়ের হাঁটুতে আঘাত লেগেছে ভারতীয় দলের অধিনায়কের। বেশ কিছু ক্ষণ হাঁটুতে বরফ বেঁধে বসে থাকতেও দেখা যায় রোহিতকে। তাঁর মুখে ছিল যন্ত্রণার ছাপ। শনিবার অনুশীলনে হাতে চোট পান লোকেশ রাহুলও।

Advertisement

ভারতীয় দলের থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানী অনুশীলন করাচ্ছিলেন রোহিতকে। তাঁর ছোড়া একটি বলের লাইনে রোহিত ব্যাট নিয়ে যেতে পারেননি। বল লাগে তাঁর বাঁ পায়ের হাঁটুতে। প্রথমে সামলে নিয়ে আবার ব্যাট করতে শুরু করেন রোহিত। কিন্তু কয়েকটা বল খেলার পরই প্যাড, গ্লাভস খুলে ফেলেন। নেটের ধারে একটি চেয়ারে বসে পড়েন অধিনায়ক। ডাকেন দলের ফিজিয়োকে। রোহিতের চোটের জায়গাটি দেখার পর সেখানে বরফের ব্যাগ (আইস প্যাক) বেঁধে দেন ফিজিয়ো। সে সময় রোহিতের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। খানিকটা পরে রোহিতকে বাঁ পা সমান করে আর একটি চেয়ারে তুলে বসার পরামর্শ দেন ফিজিয়ো। তাতে কিছুটা স্বস্তি পান রোহিত। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতে উদ্বেগ তৈরি হয় সমর্থকদের মধ্যে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আকাশ দীপ জানান, রোহিতের চোট গুরুতর নয়। চতুর্থ টেস্টে তাঁর খেলতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। আকাশ বলেছেন, ‘‘ক্রিকেটে এই ধরনের চোট খুবই স্বাভাবিক। আমাদের মনে হচ্ছে, অনুশীলনের পিচটা সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি। বল খুব একটা উঠছে না। সে জন্যই লেগেছে। তবে গুরুতর কিছু নয়।’’

রবিবারের অনুশীলনে ভারতীয় দলের প্রত্যেক সদস্যই যোগ দিয়েছিলেন। যশপ্রীত বুমরা বেশ কিছু ক্ষণ ব্যাটারদের বল করেন। তবে উল্লেখযোগ্য হল নতুন বলে দীর্ঘ সময় বল করানো হয়েছে আকাশ এবং মহম্মদ সিরাজকে দিয়ে। দু’জনের বল খেলতেই সমস্যায় পড়েছেন ব্যাটারেরা। কোহলি অনুশীলন করলেন মূলত বাইরের বলে এবং স্পিনারদের বিরুদ্ধে। ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা বল করেন তাঁকে। প্রায় দু’ঘণ্টার অনুশীলনের কিছু সময় ব্যাটারদের আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে। সোমবার ক্রিকেটারদের অনুশীলনে ছুটি দিয়েছেন কোচ গৌতম গম্ভীর।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট। তিন টেস্টের পর ফল ১-১। টেস্ট বিশ্বকাপ ফাইনালে উঠতে হলে ভারতের আর কোনও টেস্ট হারা চলবে না।

Advertisement
আরও পড়ুন