Ranji Trophy 2024-25

শেষ দিন চাই ৭ উইকেট, বাংলা তাকিয়ে শামির দিকে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাট হাতেও দিলেন ভরসা

সরাসরি জয়ের সুযোগ রয়েছে বাংলা এবং মধ্যপ্রদেশ দু’দলের সামনেই। শনিবার শেষ দিন জয়ের জন্য বাংলার চাই ৭ উইকেট। মধ্যপ্রদেশের দরকার ১৮৮ রান। স্বভাবতই অনুষ্টুপেরা তাকিয়ে শামির দিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৯:৩৯
picture of Mohammed Shami

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

ফলাফলের দিকে এগোচ্ছে বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির ম্যাচ। শুক্রবার তৃতীয় দিনের খেলার শেষে জয়ের জন্য বাংলার প্রয়োজন ৭ উইকেট। স্বভাবতই অনুষ্টুপ মজুমদারেরা তাকিয়ে থাকবেন মহম্মদ শামির দিকে। তাঁর একটা স্পেল গুরুত্বপূর্ণ ছ’পয়েন্ট এনে দিতে পারে বাংলার ঝুলিতে। চোট সারিয়ে ফেরা শামি শুক্রবার ব্যাট হাতেও ভরসা দিলেন বাংলাকে।

Advertisement

শুক্রবার ৫ উইকেটে ১৭০ রান নিয়ে খেলা শুরু করে বাংলা। দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকা দুই ব্যাটার ঋত্বিক চট্টোপাধ্যায় ৫২ এবং ঋদ্ধিমান সাহা ৪৪ রান করেন। এ ছাড়া বাংলার আর কোনও ব্যাটার বলার মতো রান পাননি। ব্যতিক্রম শুধু শামি। চোট সারিয়ে প্রায় এক বছর পর মাঠে ফেরা জোরে বোলার ব্যাট হাতেও বাংলার ইনিংসেক টানলেন। ১০ নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে খেললেন। তাঁর ৩৬ বলে ৩৭ রানের ইনিংসে রয়েছে দু’টি করে চার এবং ছয়। ২৩৭ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল বাংলার। সেখান থেকে ভাই মহম্মদ কাইফকে সঙ্গে নিয়ে দলের ইনিংসকে শামি পৌঁছে দিলেন ২৭৬ রানে। কাইফ মূলত ২২ গজের এক দিন আগলে রাখার চেষ্টা করেছেন। তিনি ৬ রানে অপরাজিত থাকেন। বাংলার ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে নেন শামি।

বাংলার ইনিংস শেষ হওয়ার পর জয়ের জন্য মধ্যপ্রদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৮ রান। দিনের শেষে বল হাতেও প্রতিপক্ষকে চাপে ফেলে দিলেন শামি। মধ্যপ্রদেশের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামা অনভব আগরওয়ালকে (২) এলবিডব্লিউ করে চাপে ফেলেন দেন। শুক্রবার তিনি ১১ ওভার বল করে ৫৫ রান দিয়ে ১ উইকেট নিলেন। দিনের শেষে মধ্যপ্রদেশের রান ৩ উইকেটে ১৫০। ২২ গজে রয়েছেন রজত পাটিদার (৩২) এবং অধিনায়ক শুভম শর্মা (১৮)। ম্যাচের শেষ দিন মধ্যপ্রদেশের দরকার আরও ১৮৮ রান। উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলা ২২৮ এবং মধ্যপ্রদেশ ১৬৭ রান করেছিল।

আরও পড়ুন
Advertisement