India vs England

স্টোকসদের সামনে জোড়া নজিরের হাতছানি, বিশাখাপত্তনমে কী কী কীর্তি গড়তে পারে ইংল্যান্ড?

বিশাখাপত্তনমে জিতলে পাঁচ টেস্টের সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে ইংল্যান্ড। একই সঙ্গে দু’টি নজির গড়বেন স্টোকসেরা। সে ক্ষেত্রে সিরিজ় জিততে হলে শেষ তিনটি টেস্টই জিততে হবে ভারতকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২২
picture of Ben Stokes

বেন স্টোকস। —ফাইল চিত্র।

৩৯৯ রান তাড়া করে ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট জিতলে তৈরি হবে নতুন রেকর্ড। বিশাখাপত্তনমে জিতলে আরও একটি নজির গড়বেন বেন স্টোকসেরা। কঠিন হলেও ১২ বছর আগে নিজেদেরই গড়া একটি নজির ছোঁয়ার সুযোগ থাকবে ইংল্যান্ডের সামনে।

Advertisement

২০১২ সালের পর ঘরের মাঠে ভারতীয় দল কখনও পর পর দু’টি টেস্ট ম্যাচ হারেনি। বিশাখাপত্তনমে সেই সম্ভাবনা রয়েছে। বাকি দু’দিনে ইংল্যান্ড আরও ৩৩২ রান তুলে ফেলতে পারলেই ১২ বছর পর দেশের মাটিতে টানা দু’টি টেস্ট ম্যাচ হারবে ভারত। শেষ বার অ্যালিস্টার কুকের ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর দু’টি টেস্ট ম্যাচ ঘরের মাটিতে হেরেছিল ভারত। তার পর ঘরের মাঠে কখনও টেস্ট সিরিজ় হারেনি ভারত।

ভারতের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে কোনও দল এখনও পর্যন্ত ৩৯৯ রান তাড়া করে জিততে পারেনি। বিশাখাপত্তনমে জিতলে সে দিক থেকেও নতুন নজির গড়বেন স্টোকসেরা। ২০০৮ সালে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ৩৮৭ রান তাড়া করে জিতেছিল ভারত। সেটাই এখনও পর্যন্ত ভারতের মাটিতে কোনও দলের চতুর্থ ইনিংসে সব থেকে বেশি রান তাড়া করে জেতার নজির। যা টপকে যাওয়ার সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে।

এখনও পর্যন্ত মাত্র পাঁচ বার ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে ২৫০ রানের বেশি তাড়া করে টেস্ট জয়ের নজির রয়েছে। তার মধ্যে চার বারই জয় পেয়েছে ভারত। এক মাত্র ওয়েস্ট ইন্ডিজ় ১৯৮৭ সালে চতুর্থ ইনিংসে ২৫০ রানের বেশি তাড়া করে টেস্ট জিতেছিল। ক্রিকেট বিশেষজ্ঞেরা মনে করছেন, নজির গড়ার সুযোগ থাকলেও ইংল্যান্ডের কাজ যথেষ্ট কঠিন। কারণ চতুর্থ এবং পঞ্চম দিনের পিচে রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর পটেলদের খেলা সহজ হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement