Ben Stokes

নাচতে না জানলে উঠোন বাঁকা! এক বারও ফাইনালে উঠতে না পারা ইংল্যান্ডের কাছে টেস্ট বিশ্বকাপ ধোঁয়াশা

পাঁচ বছর ধরে চলছে প্রতিযোগিতা। দু’বার ফাইনালও হয়ে গিয়েছে। এক বারও তাঁর দল খেলতে পারেনি সেই ম্যাচ। এত দিন পর বেন স্টোকস স্বীকার করলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বই নেই তাঁদের কাছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৫
cricket

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ছবি: সমাজমাধ্যম।

পাঁচ বছর ধরে চলছে প্রতিযোগিতা। দু’বার ফাইনালও হয়ে গিয়েছে। এক বারও তাঁর দল খেলতে পারেনি। তাই জ্বালা ধরেছে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের। নাচতে না জানলে উঠোন বাঁকার মতো তিনি বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তাঁর কাছে ধোঁয়াশা। কেন এত দিন ধরে কোনও আইসিসি-র প্রতিযোগিতা চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে প্রথম টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড। তার আগে টেস্ট দলের অধিনায়ক স্টোকস বলেছেন, “সত্যি বলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপটা ধাঁধার মতো। এমন একটা প্রতিযোগিতা যেটাকে আমরা বিশেষ গুরুত্ব দিই না। এই প্রতিযোগিতায় দীর্ঘ দিন ধরে ভাল খেলতে হয়, ফলাফল নিজেদের পক্ষে আনতে হয়। তার পর ফাইনাল নিশ্চিত হয়। আমি এবং আমার দল প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ় ধরে ভাবি।”

স্টোকস জানিয়েছেন, আলাদা করে কোনও দিন টেস্ট বিশ্বকাপ নিয়ে ভাবেননি তিনি। স্টোকসের কথায়, “পুরো ব্যাপারটাই আমার কাছে অদ্ভুত লেগেছে। আমরা সবার চেয়ে বেশি ক্রিকেট খেলেছি। শুধু ম্যাচের দিকেই মনোযোগ দিই। যদি ভাল খেলি তা হলে ফাইনালে যাব। না হলে যাব না। আলাদা করে আর ভাবতে হয় না।”

টেস্ট বিশ্বকাপ ফাইনালে যাওয়ার দৌড়ে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়‌িল্যান্ড এবং শ্রীলঙ্কা রয়েছে। ইংল্যান্ড ছ’নম্বরে। কোনও বারই কাছাকাছি পৌঁছতে পারেনি তারা। তাই জন্যই এই প্রতিযোগিতা নিয়ে ইংরেজদের অনীহা রয়েছে কি না সেই প্রশ্ন উঠছে।

Advertisement
আরও পড়ুন