BGT 2024-25

কোহলিকে খোঁচা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর, পাল্টা বিরাটের, ক্যানবেরা পৌঁছে কী সূচি ভারতের?

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার ক্রিকেটারেরা দেখা করলেন প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ়ের সঙ্গে। পার্লামেন্ট হাউসে বিরাট কোহলির সঙ্গে খুনসুটি করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৪১
cricket

বিরাট কোহলির (বাঁ দিকে) সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ়ের করমর্দন। পাশে যশপ্রীত বুমরা। ছবি: পিটিআই।

পার্‌থের জয় অতীত। অস্ট্রেলিয়া সফরের পরবর্তী গন্তব্য ক্যানবেরায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার ক্রিকেটারেরা দেখা করলেন প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ়ের সঙ্গে। পার্লামেন্ট হাউসে গিয়ে অধিনায়ক রোহিত শর্মা গোটা দলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সেখানে বিরাট কোহলির সঙ্গে খুনসুটি করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

Advertisement

এ দিন অ্যালবানেজ় বেশ কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। ভারতীয় দল এবং প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে ক্রিকেটারেরা স্থান পেয়েছেন। সঙ্গে লিখেছেন, “অসাধারণ একটা ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামবে প্রধানমন্ত্রী একাদশ। ওদের কাজ খুবই কঠিন হতে চলেছে। তবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগেই বলেছিলাম, জোরকদমে অসিদের সমর্থন করতে চলেছি যাতে ওরা জিততে পারে।”

রোহিত একে একে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অ্যালবানেজ়ের পরিচয় করাতে থাকেন। কোহলির সামনে এসে অ্যালবানেজ় বলেন, “পার্‌থে দারুণ সময় কাটিয়েছো তুমি। মনে হচ্ছিল আমাদের কষ্টটা যেন যথেষ্ট ছিল না।” কোহলি হাসতে হাসতে বলেন, “আমি সব সময় কিছুটা মশলা যোগ করার চেষ্টা করি।” এ কথা শুনে দু’জনেই হাসতে থাকেন।

এর পর পার্লামেন্ট হাউসে ভাষণ দেন রোহিত। বলেন, “ভারত এবং অস্ট্রেলিয়ার লম্বা ইতিহাস রয়েছে। সে খেলাধুলো হোক বা বাণিজ্য। আমরা পৃথিবীর এই অংশে বার বার আসতে পছন্দ করি। ক্রিকেট খেলার পাশাপাশি সংস্কৃতিও শেখার চেষ্টা করি। অবশ্যই অস্ট্রেলিয়া এসে খেলা অন্যতম কঠিন কাজ। এখানকার সমর্থকদের আবেগ এবং প্রতিযোগিতামূলক মানসিকতা আমাদের খুব ভাল লাগে। তাই এখানে এসে খেলা খুব কঠিন।”

রোহিত আরও বলেছেন, “গত সপ্তাহে আমরা এখানে সাফল্য পেয়েছি। ছন্দটা ধরে রাখতে চাই। সামনের কয়েকটা সপ্তাহে ক্রিকেট খেলার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ভারতীয় ক্রিকেট সমর্থকদের বিনোদন দিতে চাই। কাজটা সহজ নয়। তবে আমরা ভাল ক্রিকেট খেলতে তৈরি।”

শুক্রবার ক্যানবেরায় অনুশীলন করবে ভারত। ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। ২ ডিসেম্বর তারা রওনা দেবে অ্যাডিলেডের উদ্দেশে।

Advertisement
আরও পড়ুন