CAB

Eden Gardens: স্বাধীনতার ৭৫ বছরে বিশেষ ভাবে ইডেন সাজানোর কথা ভাবছে সিএবি

স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষ্যে বিশেষ পরিকল্পনা করছে সিএবি। বিশেষ ভাবে সাজানো হবে ইডেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ২০:৩৫
ইডেনের ক্লাব হাউস।

ইডেনের ক্লাব হাউস। ফাইল ছবি।

স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ নিচ্ছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। জাতীয় পতাকা উত্তোলন তো হবেই, অভিনব পদ্ধতিতে ভারতীয় তেরঙা প্রদর্শিত হবে ইডেনে।

যে হেতু এ বার দেশের স্বাধীনতার ৭৫ বছর, তাই ১৫ অগস্ট বিশেষ ভাবে পালন করার কথা ভাবছে সিএবি। ইডেনের ক্লাব হাউসের বাইরে বিশেষ প্রজেক্টর আলোর মাধ্যমে ভারতীয় তেরঙা প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। ইডেনের মূল প্রবেশদ্বারের ঠিক উপরে এখন সাতটি ছবি রয়েছে। পঙ্কজ রায়, কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়-ভিভিএস লক্ষ্মণ, ঝুলন গোস্বামীদের যে ছবিগুলি রয়েছে, ঠিক সেই জায়গাটিই বিশেষ আলোর মাধ্যমে জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement

স্বাধীনতার ৭৫ বছর সিএবি কী ভাবে পালন করছে, তা সাধারণ মানুষও যাতে বাইরে থেকে দেখতে পারে, সেই কারণেই ইডেনের বাইরের দিকটি এই ভাবে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামীদের ছবিও ভেসে উঠতে পারে বিশেষ আলোর মাধ্যমে।

আরও পড়ুন
Advertisement