Ranji Trophy 2024-25

দিল্লির রঞ্জি দলে চোট পাওয়া বিরাট, পন্থের নেতৃত্বে খেলবেন প্রাক্তন ভারত অধিনায়ক?

২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচ রয়েছে। শেষ দু’টি ম্যাচের জন্য ২২ জনের দল ঘোষণা করেছে দিল্লি। সেই দলে নাম রয়েছে কোহলির।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:২৮
Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

দিল্লির হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১২ সালে। ১৩ বছর পর আবার কি রঞ্জি খেলবেন বিরাট কোহলি? ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচ রয়েছে। শেষ দু’টি ম্যাচের জন্য ২২ জনের দল ঘোষণা করেছে দিল্লি। সেই দলে নাম রয়েছে কোহলির।

Advertisement

শুক্রবার দিল্লির রঞ্জি দল ঘোষণা হয়। সেই দলে কোহলির সঙ্গে রয়েছেন ঋষভ পন্থও। শোনা যাচ্ছিল তিনি দিল্লিকে নেতৃত্ব দেবেন। কিন্তু দিল্লির ক্রিকেট সংস্থা যে তালিকা দিয়েছে তাতে অধিনায়ক হিসাবে দেখা যাচ্ছে আয়ুষ বাদোনির নাম। রঞ্জির প্রথম পাঁচটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। অধিনায়ক না হলেও উইকেটরক্ষক হিসাবে খেলবেন পন্থ। অন্তত একটি ম্যাচ খেলবেন তিনি।

দিল্লির শেষ দু’টি ম্যাচ সৌরাষ্ট্র এবং রেলওয়েজ়ের বিরুদ্ধে। ২৩ জানুয়ারি থেকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলার পর ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রেলওয়েজ়ের ম্যাচ। ২২ জনের তালিকায় বিরাটের নাম থাকলেও তিনি খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

ডিডিসিএর এক কর্তা বলেন, ‘‘কোহলির ঘাড়ে ব্যথা রয়েছে। ওকে ইঞ্জেকশন নিতে হচ্ছে। রঞ্জি ট্রফির আগামী ম্যাচটা হয়তো কোহলি খেলতে পারবে না। তবে বিষয়টা এখনও পরিষ্কার নয়। দিল্লির নির্বাচকেরা সরকারি ভাবে জানানোর পর বোঝা যাবে।’’ কোহলির চোট কতটা গুরুতর, তা জানায়নি ডিডিসিএ। জানা যায়নি, কী ভাবে তিনি চোট পেয়েছেন সে কথাও।

দিল্লির ক্রিকেটারেরা ২০ জানুয়ারি রাজকোটে যাবেন। ম্যাচের আগে দু’দিন সেখানে অনুশীলন করবেন। খেলতে পারলে কোহলিও সেই দু’দিন অনুশীলন করবেন পন্থ, যশ ঢুলদের সঙ্গে।

২২ জানুয়ারি থেকে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে। কিন্তু বিরাট আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। পন্থকে সেই দলে রাখা হয়নি। ফলে রঞ্জিতে ২৩ জানুয়ারি থেকে তাঁদের ম্যাচ খেলতে সমস্যা নেই। পরের ম্যাচটি হয়তো খেলতে পারবেন না তাঁরা। কারণ তখন ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেই দলে থাকতে পারেন কোহলি এবং পন্থ।

Advertisement
আরও পড়ুন