প্রতিনিধিত্বমূলক ছবি।
একটি টি-টোয়েন্টি ম্যাচে বল করলেন ১১ জন ক্রিকেটার। এমন কাণ্ড এর আগে কখনও ঘটেনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লি বনাম মণিপুর ম্যাচে এমনটাই দেখা গেল। উইকেটরক্ষক আয়ুষ বাদোনিও বল করলেন। উইকেটও পেলেন তিনি।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার ছিল দিল্লি বনাম মণিপুর ম্যাচ। যে ম্যাচে মায়াঙ্ক রাওয়াত, হর্ষ ত্যাগি এবং দিগ্বেশ তিন ওভার করে বল করেন। দু’টি করে ওভার করেন আয়ুষ সিংহ, অখিল চৌধরি এবং আয়ুষ বাদোনি। একটি করে ওভার করেন আরিয়ান রানা, হিম্মত সিংহ, প্রিয়াংশ আর্যা, যশ ঢুল এবং অনুজ রাওয়াত। দু’টি করে উইকেট পেয়েছেন হর্ষ এবং দিগ্বেশ। একটি করে উইকেট নেন আয়ুষ, বাদোনি এবং প্রিয়াংশ। এক জন রান আউট হন।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মণিপুরের অধিনায়ক রেক্স। যে কারণে দিল্লির অধিনায়ক বাদোনি এমন অদ্ভুত কাণ্ড ঘটানোর সুযোগ পেলেন। দলের প্রথম সারির পাঁচ জন বোলার প্রথম বল করেন। এর পর অধিনায়ক বাদোনি বল করার জন্য এগিয়ে আসেন। তিনি উইকেটরক্ষক। যদিও দু’ওভার বল করে একটি মেডেন দিয়ে এক উইকেট নেন বাদোনি। দলের বাকিদেরও এক ওভার করে বল করতে পাঠান তিনি। ২০ ওভারে মণিপুর ১২০ রান তোলে ৮ উইকেট হারিয়ে। সেই রান তুলে সহজেই জিতে নেয় দিল্লি।
এর আগে টি-টোয়েন্টি ম্যাচে ন’জনের বেশি বোলার কোনও দল ব্যবহার করেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম কোনও দল ১১ জনকে বল করালেও টেস্টে এর আগে এমন নজির রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় দল ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এমন কাণ্ড ঘটিয়েছিল। সেই ম্যাচে ১১ জন ক্রিকেটারই বল করেছিলেন।