Cricketer Death

খেলতে খেলতে মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত, মৃত্যু হল ৩৫ বছরের ক্রিকেটারের

ব্যাট করতে নেমে বুকে ব্যথা অনুভব করেন ইমরান। সাজঘরে ফিরে যাওয়ার সময় মাঠেই লুটিয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১২:৩২
Imran Patel

(বাঁ দিকে) মাঠে অসুস্থ ইমরান পটেলকে ঘিরে সতীর্থেরা। ইমরান পটেল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মাঠেই মৃত্যু ক্রিকেটারের। ৩৫ বছর বয়সি এক ক্রিকেটার ইমরান পটেল খেলতে নেমেছিলেন পুণের গারওয়ার স্টেডিয়ামে। ব্যাট করতে নেমে বুকে ব্যথা অনুভব করেন তিনি। সাজঘরে ফিরে যাওয়ার সময় মাঠেই লুটিয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

বৃহস্পতিবার ক্লাব স্তরের একটি ম্যাচে খেলতে নেমেছিলেন ইমরান। ওপেন করতে নেমে কয়েক ওভার খেলেছিলেন। তার পরেই বুকে ব্যথe হয় তাঁর। সেই সঙ্গে ব্যথা অনুভব করেন কাঁধেও। সেই ব্যথা এতটাই তীব্র ছিল যে আম্পায়ারের অনুমতি নেন মাঠ ছাড়ার জন্য। কিন্তু সাজঘরের ফেরার পথে মাঠেই পড়ে যান তিনি। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়। মাঠে উপস্থিত অন্য ক্রিকেটারেরা দৌড়ে যান ইমরানের দিকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

ইমরান এর আগে কখনও শারীরিক অসুবিধার কথা বলেননি। তিনি যথেষ্ট ফিট বলেই পরিচিত ছিলেন। যে কারণে হঠাৎ করে তাঁর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া মেনে নিতে পারছেন না পরিচিতsরা। ইমরান এক জন অলরাউন্ডার। ম্যাচে সব সময় সক্রিয় থাকতেন। খেলা না থাকলেও নিজেকে ফিট রাখার সব রকম চেষ্টা করতেন তিনি। এমন এক জন ক্রিকেটারের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয় সতীর্থদের কাছে।

এক সংবাদমাধ্যমকে ইমরানের সতীর্থ নাসির খান বলেন, “এর আগে কখনও অসুস্থ হয়নি ইমরান। যথেষ্ট সুস্থ ছিল ও। ইমরান এমন এক জন ক্রিকেটার যে খেলাটাকে প্রচণ্ড ভালবাসে। আমরা এই মৃত্যু মেনে নিতে পারছি না।”

ইমরানের স্ত্রী রয়েছেন। তিন মেয়ে রয়েছে। সবচেয়ে ছোট মেয়ের বয়স চার বছর। ইমরান নিজে একটি ক্রিকেট দলের মালিক, তাঁর প্রোমোটিংয়ের ব্যবসাও রয়েছে। ফলের রসের দোকান রয়েছে। কোনও রকম রোগ ছিল না ইমরানের।

Advertisement
আরও পড়ুন