Saif Ali Khan attacked

সইফের খবর শুনে ছুটে যান মহিলা অনুরাগী! হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি, ‘প্রেমের ছবি বানান’

খবর পেয়ে আত্মীয় পরিজনেরা ছুটে যান লীলাবতী হাসপাতালে। প্রিয় নায়কের দুরাবস্থার কথা শুনে হাজির এক মহিলা অনুরাগীও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:২২
A female fan of Saif Ali Khan stands in front of Leelavati Hospital with a message written on a placard

সইফকে দেখতে হাসপাতালের সামনে ছুটে এলেন অনুরাগী। ছবি: সংগৃহীত।

নিজের বাড়িতেই গুরুতর জখম সইফ আলি খান। মধ্যরাতে দুষ্কৃতী হানা দেয় অভিনেতার বাড়িতে। ছুরিকাঘাতে রক্তাক্ত করে নবাব-পুত্রকে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। খবর পেয়ে আত্মীয় পরিজনেরা ছুটে আসেন লীলাবতী হাসপাতালে। প্রিয় নায়কের দুরবস্থার কথা শুনে ছুটে যান এক মহিলা অনুরাগীও।

Advertisement

হাতে প্ল্যাকার্ড নিয়ে লীলাবতী হাসপাতালের সামনে গিয়ে দাঁড়ান তিনি। অনুরাগীর দাবি, ছবিতে হিংসা প্রদর্শন করার জন্যই আজ সইফের এমন পরিস্থিতি। অনুরাগীর প্ল্যাকার্ডে আঁটা সইফের ছবি ‘হম তুম’-এর পোস্টার। সেই প্ল্যাকার্ডেই লেখা, “হিংসাত্মক ছবি তৈরি করা বন্ধ করুন। প্রেমের ছবি বানান। সইফ আলি খান স্যর, দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

ছবিশিকারিদের ক্যামেরাবন্দি করা ভিডিয়োয় সেই অনুরাগী বলেন, “এক সময়ে প্রেমের ছবি তৈরি হত। তখন মুম্বই শহর এবং গোটা ভারত খুব সুখে ছিল। আমি খুবই দুঃখিত। আপনি (সইফ) এবং গোটা বলিউড অনেক কিছু দিয়েছেন আমাদের। শৈশব থেকেই বলিউড আমার পরিবারের মতো। তবে বর্তমানে বলিউড যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা দেখে মনে হচ্ছে, কেউ আমার পরিবারকে আক্রমণ করছে। আমি সমস্ত সাধারণ মানুষের হয়ে বলছি, কেউ আর হিংসাত্মক ছবি দেখতে চায় না। হিংসাত্মক ছবি বেশি দেখলে সাধারণ মানুষও হাতে ছুরি নিয়ে ঘুরে বেড়াবে। আজ সইফ স্যরের উপর হামলা হল। কাল আমার উপরেও হামলা হতে পারে।”

উল্লেখ্য, সইফকে দেখতে হাসপাতালে পৌঁছন করিনা কপূর খান, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, সোহা আলি খান, কুণাল খেমু, রণবীর কপূর, আলিয়া ভট্ট, করিশ্মা কপূর।

Advertisement
আরও পড়ুন