IPL 2025 Auction

দিল্লি রাখতে চাইলেও থাকতে চাননি পন্থ! আইপিএল নিলামের ১২ দিন পর মুখ খুললেন কোচ

শুধু টাকার জন্য দিল্লি ছাড়েননি পন্থ। তাঁকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা দিয়ে ধরে রাখতে চেয়েছিলেন দিল্লি কর্তৃপক্ষ। তা-ও একটি বিশেষ কারণে রাজি হননি দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৬
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

আইপিএলে পুরনো দল দিল্লি ক্যাপিটালসে থাকতে চাননি ঋষভ পন্থ। ইচ্ছা থাকলেও তাঁকে নিলামের জন্য ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন দিল্লি কর্তৃপক্ষ। কেন দিল্লির প্রতি আগ্রহ হারালেন দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার? তা নিয়ে মুখ খুলেছেন দিল্লির নতুন কোচ হেমাঙ্গ বাদানি।

Advertisement

দিল্লির অন্যতম কর্ণধার পার্থ জিন্দল আগেই বলেছিলেন, টাকার জন্য দিল্লি ছেড়ে যাননি পন্থ। অন্য কারণ রয়েছে। কী সেই কারণ এত দিন জানা যায়নি। বাদানি জানিয়েছেন, চোট সারিয়ে ফেরা পন্থ আইপিএল নিলামে নিজেকে গ্রহণযোগ্যতার পরীক্ষায় বসাতে চেয়েছিলেন। এস বদ্রীনাথের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাদানি বলেছেন, ‘‘পন্থ দলে থাকতে চায়নি। চাইলে ওকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা দিয়েই রাখা হত। পন্থ নিজেই নিলামে নাম লেখাতে চেয়েছিল। দেখতে চেয়েছিল ওর ঠিক মূল্য কত। কোনও ক্রিকেটারকে ধরে রাখতে হলে, সেই ক্রিকেটার এবং দলকে কয়েকটি ব্যাপারে সহমত হতে হয়। আমরা পন্থের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলাম। কর্তৃপক্ষও আলোচনায় বসেছিলেন। প্রচুর ফোনালাপ এবং বার্তালাপ হয়েছিল।’’

বাদানি আরও বলেছেন, ‘‘দিল্লি অবশ্যই পন্থকে ধরে রাখতে আগ্রহী ছিল। কিন্তু ও নিজেই থাকতে চায়নি। নিজের ইচ্ছাতেই নিলামে নাম লিখিয়েছিল। বলা যায়, নিজেকে কিছুটা পরীক্ষার মুখে ফেলতে চেয়েছিল। ওর বিশ্বাস ছিল, নিলামে ১৮ কোটি টাকার অনেক বেশি দাম পাবে।’’ নিলামে ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস কিনে নিয়েছে পন্থকে। আগামী দিনের জন্য উইকেটরক্ষক-ব্যাটারকে শুভেচ্ছা জানিয়েছেন দিল্লি কোচ। তিনি বলেছেন, ‘‘শেষ পর্যন্ত পন্থ অনেকটাই বেশি টাকা পেল। ২৭ কোটি টাকা। ওর ভালই হল। নিঃসন্দেহে পন্থ খুব ভাল ক্রিকেটার। নিশ্চিত ভাবে আমরা ওর অভাব অনুভব করব। কিন্তু কিছুই থেমে থাকে না।’’ উল্লেখ্য, গত ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হয়েছে আইপিএলের নিলাম। তার ১২ দিন পর জানা গেল আসল কারণ।

নিলাম থেকেও পন্থকে কিনতে পারত দিল্লি। তাদের হাতে আরটিএম ছিল। সুযোগ পেয়েও তা ব্যবহার করেননি পার্থেরা। তা নিয়ে দিল্লির অন্যতম কর্ণধার বলেছিলেন, পন্থকে তাঁরা কথা দিয়েছিলেন নিলামে না ঝাঁপিয়ে অন্য দলে খেলার সুযোগ করে দেওয়ার।

Advertisement
আরও পড়ুন