IPL 2024

মুম্বইয়ের নেতৃত্ব হারানো রোহিতকে দলে নিতে হঠাৎ আগ্রহ সৌরভদের, অধিনায়ক খুঁজছে দিল্লি?

১০ বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। এ বার তাঁকে সরিয়ে দিল মুম্বই। তখনই রোহিতকে নেওয়ার জন্য আগ্রহ দেখাল দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক খুঁজছে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১২:০৯
Rohit Sharma and Sourav Ganguly

রোহিত শর্মা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সঙ্গে সঙ্গে তাঁকে নেওয়ার জন্য আগ্রহ দেখাল দিল্লি ক্যাপিটালস। মুম্বই দলের নেতা এখন হার্দিক পাণ্ড্য। তাই রোহিতকে নিজেদের দলে নিয়ে অধিনায়ক করার ভাবনা ছিল দিল্লির। তারা মুম্বইয়ের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু মুম্বই রোহিতকে ছাড়তে রাজি হয়নি।

Advertisement

দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান থাকার সময় রোহিতকে দেশের অধিনায়ক হতে রাজি করিয়েছিলেন। এ বার আইপিএলের দলে রোহিতকে নেওয়ার চেষ্টা করেছিলেন সৌরভেরা। কিন্তু সফল হবেন না বলেই মনে করা হচ্ছে। মুম্বই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলেও, দল থেকে বাদ দিতে রাজি নয়। পাঁচ বারের আইপিএলজয়ী অধিনায়ককে ওপেনার হিসাবেই দলে চাইছে মুম্বই।

দিল্লি দলে অধিনায়কের অভাব। ঋষভ পন্থ খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গাড়ি দুর্ঘটনার পর তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন থাকবে। গত বারের ব্যর্থতার পর ডেভিড ওয়ার্নারকেও অধিনায়ক রাখতে চাইছে না দিল্লি। এমন অবস্থায় রোহিতকে দলে পেলে নেতৃত্বের চিন্তা দূর হত সৌরভদের। কিন্তু তা আপাতত হচ্ছে না।

হার্দিককে দলে নেওয়ার জন্য ক্যামেরন গ্রিনকে ছাড়তে হয়েছে মুম্বইকে। এর পর রোহিতকেও ছাড়তে রাজি নয় তারা। পাঁচ বারের আইপিএলজয়ী দলকে রোহিতও ছাড়বেন কি না সেই প্রশ্ন রয়েছে। মুম্বইয়ের ঘরের ছেলে রোহিত। তিনি সেই শহর ছেড়ে দিল্লিতে চলে যেতে রাজি হবেন না বলেই মনে করছেন অনেকে। যদিও আইপিএলের শুরুতে ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন রোহিত। সেই সময় যদিও তিনি তরুণ ক্রিকেটার। ভারত অধিনায়ক আইপিএলে নেতৃত্বের মুকুট খুলে রাখলেও নিজের শহরের জার্সিটাই পরতে চাইবেন। তাই সৌরভদের আপাতত নেতৃত্বের জট কাটছে না।

আরও পড়ুন
Advertisement