Australia vs Pakistan

শেষ টেস্টে বাড়তি দায়িত্বে দেখা যাবে ওয়ার্নারকে? ইঙ্গিত অধিনায়ক কামিন্সের

টেস্ট ক্রিকেটে সাধারণত বিশেষজ্ঞ ওপেনার হিসাবে দেখা যায় ওয়ার্নারকে। শেষ টেস্টে তাঁকে একটু বেশি দায়িত্ব দেওয়ার কথা ভেবেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৬:২০
picture of David Warner

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। এই ম্যাচে অস্ট্রেলীয় ওপেনারকে দেওয়া হতে পারে বাড়তি এক দায়িত্ব। এই ভূমিকায় তাঁকে শেষ দেখা গিয়েছিল সাত বছর আগে।

Advertisement

সিডনি টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবির জুড়ে নানা পরিকল্পনা। সেই সব পরিকল্পনার কেন্দ্রেই ওয়ার্নার। তাঁর শেষ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইছেন সতীর্থেরা। একটি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাঁহাতি ওপেনারকে শান মাসুদের দলের বিরুদ্ধে বোলার হিসাবে ব্যবহার করতে চান কামিন্স। ২০১৬ সালে শেষ বার টেস্টে বল করেছেন ওয়ার্নার। সিডনিতে কামিন্স তাঁর হাতে বল তুলে দিলে সাত বছর পর আবার দেখা যাবে বোলার ওয়ার্নারকে।

অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্টের আগের দিন ওয়ার্নার বলেছেন, ‘‘হয়তো ওয়ার্নারকে আপনারা লেগ স্পিন করতে দেখবেন। ও টেস্ট ক্রিকেটে আরও একটা উইকেট পেলে ভাল লাগবে। শেষ টেস্ট ওয়ার্নারের কাছে আরও স্মরণীয় হয়ে থাকবে।’’ যদিও কামিন্স জানিয়েছেন, ওয়ার্নারকে দিয়ে বল করানোর বিষয়টি এখনও ভাবনার স্তরে রয়েছে।

টেস্ট ক্রিকেটে ৪টি উইকেট রয়েছে ওয়ার্নারের। শেষ বার ২০১৬ সালে বল করেছিলেন তিনি। শেষ উইকেটটি পেয়েছিলেন ২০১২ সালে। অ্যাডিলেড ওভালে আউট করেছিলেন হাসিম আমলাকে। দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে ওয়ার্নারের বলে স্টাম্প আউট করেছিলেন ম্যাথু ওয়েড।

আরও পড়ুন
Advertisement