ICC ODI World Cup 2023

ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ফুটবল, কোহলির সঙ্গে মাঠে নেমে পড়লেন বেকহ্যাম

কোহলির ব্যাটিং দেখতে যাওয়া ওয়াংখেড়ের ৩৩ হাজার দর্শক ফুটবলও দেখলেন। তাও যেমন তেমন ফুটবল নয়। বেকহ্যামের মতো প্রাক্তন ফুটবলারের খেলা দেখলেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২১:২২
picture of Virat Kohli and David Beckham

(বাঁদিকে) বিরাট কোহলি এবং ডেভিড বেকহ্যাম। ছবি: টুইটার।

ডেভিড বেকহ্যাম আছেন ফুটবল থাকবে না, তা কি হয়? ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালেও থাকল ফুটবল। ভারত-নিউ জ়িল্যান্ড লড়াই শুরুর আগে ভারতীয় দলকে ফুটবল নিয়ে গা ঘামাতে দেখে মাঠে নেমে পড়লেন বেকহ্যাম।

Advertisement

ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভারতে এসেছেন ইউনিসেফের দূত হিসাবে। জস বাটলারেরা বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি ঠিকই। কিন্তু বেকহ্যাম চলে এসেছেন সেমিফাইনাল দেখতে। খেলা শুরুর আগে ভারতীয় দল গা ঘামাচ্ছিল। ফুটবল নিয়ে নিজেদের মধ্যে খেলছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ফুটবল দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি মাঠের ধারে দাঁড়িয়ে থাকা বেকহ্যাম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের প্রাক্তন মিডফিল্ডার খেলতে শুরু করেন। কোহলির সঙ্গে কয়েকটি পাস খেলেন তিনি। কোহলির সঙ্গে খেলার ভিডিয়ো সমাজমাধ্যমে নিজেই দিয়েছেন বেকহ্যাম।

picture

সমাজমাধ্যমে কোহলির সঙ্গে খেলার এই ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বেকহ্যাম। ছবি: সংগৃহীত।

পরে কোহলির ইনিংসের উচ্ছ্বসিত প্রশংসাও শোনা গিয়েছে বেকহ্যামের মুখে। নিজেকে কোহলির ভক্ত বলে জানিয়েছেন তিনি। ভারতের ইনিংস শেষ হওয়ার পর মাঠে গিয়ে কোহলিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বুধবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৩ বলে ১১৭ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ভেঙেছেন নতুন নজির গড়েছেন তিনি। এ ছাড়া সচিনের আরও দু’টি রেকর্ড ভেঙেছেন। এক বিশ্বকাপে সচিনের সব থেকে বেশি রানের নজির টপকে গিয়েছেন। এ ছাড়াও এক বিশ্বকাপে আট বার পঞ্চাশ রানের ইনিংস খেলে ছাপিয়ে গিয়েছেন সচিনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement