(বাঁদিকে) বিরাট কোহলি এবং ডেভিড বেকহ্যাম। ছবি: টুইটার।
ডেভিড বেকহ্যাম আছেন ফুটবল থাকবে না, তা কি হয়? ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালেও থাকল ফুটবল। ভারত-নিউ জ়িল্যান্ড লড়াই শুরুর আগে ভারতীয় দলকে ফুটবল নিয়ে গা ঘামাতে দেখে মাঠে নেমে পড়লেন বেকহ্যাম।
ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভারতে এসেছেন ইউনিসেফের দূত হিসাবে। জস বাটলারেরা বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি ঠিকই। কিন্তু বেকহ্যাম চলে এসেছেন সেমিফাইনাল দেখতে। খেলা শুরুর আগে ভারতীয় দল গা ঘামাচ্ছিল। ফুটবল নিয়ে নিজেদের মধ্যে খেলছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ফুটবল দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি মাঠের ধারে দাঁড়িয়ে থাকা বেকহ্যাম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের প্রাক্তন মিডফিল্ডার খেলতে শুরু করেন। কোহলির সঙ্গে কয়েকটি পাস খেলেন তিনি। কোহলির সঙ্গে খেলার ভিডিয়ো সমাজমাধ্যমে নিজেই দিয়েছেন বেকহ্যাম।
পরে কোহলির ইনিংসের উচ্ছ্বসিত প্রশংসাও শোনা গিয়েছে বেকহ্যামের মুখে। নিজেকে কোহলির ভক্ত বলে জানিয়েছেন তিনি। ভারতের ইনিংস শেষ হওয়ার পর মাঠে গিয়ে কোহলিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বুধবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৩ বলে ১১৭ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ভেঙেছেন নতুন নজির গড়েছেন তিনি। এ ছাড়া সচিনের আরও দু’টি রেকর্ড ভেঙেছেন। এক বিশ্বকাপে সচিনের সব থেকে বেশি রানের নজির টপকে গিয়েছেন। এ ছাড়াও এক বিশ্বকাপে আট বার পঞ্চাশ রানের ইনিংস খেলে ছাপিয়ে গিয়েছেন সচিনকে।