ডাগ আউটে ঘুমিয়ে বংশ বেদী। ছবি: এক্স (টুইটার)।
ডাগ আউটে বসে ঘুমিয়েই পড়লেন চেন্নাই সুপার কিংসের এক ক্রিকেটার। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে রুতুরাজ গায়কোয়াড়েরা যখন লড়াই করছিলেন, সে সময়ই নিশ্চিন্তে দু’চোখ বন্ধ করে ফেলেন বংশ বেদী। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি।
অক্ষর পটেলদের বিরুদ্ধে তখন বেশ চাপে চেন্নাই। ২০ রানে ২ উইকেট চলে গিয়েছে। ২২ গজে রুতুরাজের সঙ্গে বিজয় শঙ্কর। চেন্নাইয়ের ইনিংসের পঞ্চম ওভার। শুরুর চাপ কাটিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে মিডল অর্ডার। পাওয়ার প্লের কয়েকটা বল বাকি। দ্রুত রান তোলার সুযোগ রয়েছে। এমন সময় আইপিএলের দলগুলির ডাগ আউটে বেশ উত্তেজনা দেখা যায়। অথচ শনিবার চেন্নাই-দিল্লি ম্যাচে দেখা গেল বিপরীত ছবি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
টেলিভিশনের ক্যামেরা চেন্নাইয়ের ডাগ আউটের দিকে ছবি তুলে ধরতেই দেখা গেল, চেয়ারে বসে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন বংশ। তাঁর পাশের চেয়ারে তখন কিছুটা উদ্বিগ্ন মুখে বসে রবীন্দ্র জাডেজা। টেলিভিশনের পর্দায় বংশের ঘুমোনোর দৃশ্য দেখে ক্রিকেটপ্রেমীদের অনেকে মজা পেয়েছেন। খেলা চলার সময় এ ভাবে ঘুমিয়ে পড়ায় কেউ কেউ মৃদু সমালোচনাও করেছেন। তবে বংশের ঘুমিয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে দ্রুত।
এ বারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে এখনও একটিও ম্যাচ খেলেননি বংশ। শনিবারও মাঠে নামার সম্ভাবনা ছিল না তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের। দিল্লি প্রিমিয়ার লিগে আগ্রাসী ব্যাটিং করে নজর কেড়েছিলেন বংশ। স্পিন বল খেলায় বেশ দক্ষ তরুণ ক্রিকেটার।