IPL 2025

শনিবার চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ধোনি? হঠাৎ ইঙ্গিত দলের ব্যাটিং কোচ হাসির

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে চেন্নাই। তার দু’টিতেই হেরেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। তবে কি চেন্নাই কর্তৃপক্ষ অধিনায়কের উপর আস্থা হারিয়েছেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ২০:১২
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এক্স (টুইটার)।

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন দলের ব্যাটিং কোচ মাইক হাসি। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে চেন্নাই। তার দু’টিতেই হেরেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। তবে কি চেন্নাই কর্তৃপক্ষ তাঁর উপর আস্থা হারিয়েছেন? তাঁরা কি অধিনায়ক পরিবর্তনের কথা ভাবছেন?

Advertisement

অধিনায়ক রুতুরাজকে নিয়ে কোনও সমস্যা নেই চেন্নাই শিবিরে। তাঁর উপর পূর্ণ আস্থা রয়েছে দল কর্তৃপক্ষের। তবে শনিবার তিনি দিল্লির বিরুদ্ধে নাও খেলে পারেন। চেন্নাই অধিনায়কের হালকা চোট রয়েছে। তাই ঝুঁকি নিতে চাইছে না সিএসকে শিবির। শেষ পর্যন্ত তিনি মাঠে নামতে না পারলে শনিবার চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে হাসি বলেছেন, ‘‘আমরা নেতৃত্ব নিয়ে খুব একটা চিন্তিত নেই। কেউই তেমন ভাবছি না। কোচ স্টিফেন ফ্লেমিং এবং রুতুরাজ নিশ্চই আলোচনা করেছে। তবে আমাদের দলে এক জন তরুণ ক্রিকেটার আছে, যে দায়িত্বটা অনায়াসে সামলাতে পারে। যাকে আমরা স্টাম্পের পিছনে দাঁড়াতে দেখি। আমার মনে হয় দরকার হলে ওই সামলে দেবে।’’

হাসির মন্তব্য শুনে সাংবাদিকেরা জানতে চান, শনিবার দিল্লির বিরুদ্ধে কি ধোনি নেতৃত্ব দেবেন চেন্নাইকে? হাসি বলেন, ‘‘আমি নিশ্চিত নই। তবে ওর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞা রয়েছে। ফলে দায়িত্বটা সামলাতেই পারে। সত্যি বলতে আমি এ ব্যাপারে একটুও নিশ্চিত নই।’’

গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে কনুইয়ে চোট পান রুতুরাজ। তাঁর চোট সম্পূর্ণ ঠিক হয়নি। তাই আইপিএলের শুরুর দিকে অধিনায়ককে জোর করে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চান না চেন্নাই কর্তৃপক্ষ। তাঁর খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার সকালে। রুতুরাজ একান্তই খেলতে না পারলে চেন্নাইকে নেতৃত্ব দিতে পারেন ধোনি।

Advertisement
আরও পড়ুন