(বাঁ দিকে) হাসপাতালে আগুন লাগার পরে তা নেভানোর চেষ্টা। আতঙ্কে হাসপাতাল ছাড়ছেন রোগী (ডান দিকে)। —নিজস্ব চিত্র।
মালদহে হরিশচন্দ্রপুরের হাসপাতালে বুধবার রাতে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। ভস্মীভূত হয়ে যায় একাধিক যন্ত্র। আতঙ্কিত হয়ে বেশ কয়েক জন রোগীকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন তাঁদের স্বজনেরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। তার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতক্ষ্যদর্শীদের দাবি, হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। হুড়োহুড়ি পড়ে যায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। বেশ কয়েজনকে দেখা যায়, রোগীদের নিয়ে হাসপাতাল ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন। হাসপাতালের একাধিক যন্ত্রও পুড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় থানার আইসি মনোজিৎ সরকারও উপস্থিত হন পুলিশ বাহিনী নিয়ে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আগুন লাগার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী এবং রোগীর আত্মীয়রা।