Arjun Tendulkar

আবার ধাক্কা অর্জুনের! মুস্তাক আলির পর বিজয় হজারের দল থেকেও বাদ সচিন-পুত্র

মুম্বই ছেড়ে গোয়ায় গিয়েও প্রথম একাদশে জায়গা পাকা করতে পারছেন না অর্জুন তেন্ডুলকর। সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতার পর এ বার বিজয় হজারের দল থেকেও বাদ পড়েছেন সচিন তেন্ডুলকরের পুত্র।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ২০:১০
cricket

অর্জুন তেন্ডুলকর। —ফাইল চিত্র।

মুম্বইয়ের দলে ধারাবাহিক জায়গা না পেয়ে রাজ্য ছেড়েছিলেন। চলে গিয়েছিলেন গোয়া। সেখানেও প্রথম একাদশে জায়গা পাকা করতে পারছেন না অর্জুন তেন্ডুলকর। সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতার পর এ বার বিজয় হজারের দল থেকেও বাদ পড়েছেন সচিন তেন্ডুলকরের পুত্র। তিন ম্যাচ খেলার পরেই বাদ দেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

বিজয় হজারের প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ৬১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন অর্জুন। পরের ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে উইকেট পাননি তিনি। করেন ১৪ রান। পরের ম্যাচে মণিপুরের বিরুদ্ধে ২৬ রান করেন অর্জুন। নেন একটি উইকেট। কিন্তু ওড়িশা ও মণিপুরের বিরুদ্ধে জিতেছে গোয়া। এ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া।

চতুর্থ ম্যাচ থেকে গোয়ার যে দল ঘোষণা করা হয়েছে সেখানে নেই অর্জুনের নাম। কেন তাঁকে বাদ দেওয়া হল তার কোনও কারণ অবশ্য জানায়নি গোয়া। এর আগে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দলে ছিলেন না তিনি। এ বার ৫০ ওভারের ক্রিকেটেও বাদ পড়লেন তিনি। গোয়া যদি বিজয় হজারেতে পরের রাউন্ডে ওঠে তা হলে অর্জুনকে দলে নেওয়া হয় কি না সে দিকে নজর থাকবে সকলের।

বিজয় হজারের দল থেকে বাদ পড়লেও রঞ্জি ট্রফিতে আবার গোয়ার হয়ে দেখা যেতে পারে সচিন-পুত্রকে। রঞ্জিতে প্লেট গ্রুপের ফাইনালে উঠেছে গোয়া। নাগাল্যান্ডের বিরুদ্ধে ২৩ জানুয়ারি থেকে শুরু খেলা। রঞ্জিতে গোয়ার হয়ে ১৬টি উইকেট নিয়েছেন অর্জুন। শেষ যে ম্যাচে নেমেছিলেন সেই ম্যাচেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ফলে ফাইনালের দল তাঁর থাকার সম্ভাবনা প্রবল।

Advertisement
আরও পড়ুন