Harmanpreet Kaur

MS Dhoni: পাকিস্তানকে গুঁড়িয়ে ধোনির রেকর্ড ভেঙে দিলেন হরমনপ্রীত

রবিবার পাকিস্তানকে অনায়াসে আট উইকেটে হারিয়েছে ভারত। সেই ম্যাচ জিতে ধোনিকে পেরিয়ে গেলেন হরমনপ্রীত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ১৬:৫৪
ধোনিকে টপকালেন হরমন

ধোনিকে টপকালেন হরমন

কমনওয়েলথ গেমসে রবিবার পাকিস্তানকে গুঁড়িয়ে প্রথম জয় পেয়েছে ভারত। একই ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত কৌর নজির গড়লেন। পেরিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি জয় এসেছে হরমনপ্রীতের অধীনে।

দেশকে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। জিতেছেন ৪২টি ম্যাচ। হেরেছেন ২৬টিতে। তিনটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। ধোনি অধিনায়ক থাকাকালীন ৪১টি ম্যাচে জিতিয়েছেন দলকে। ভারতীয়দের মধ্যে তাঁরই টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন হরমনপ্রীত।

Advertisement

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে বিরাট কোহলীর অধীনে ৩১টি এবং রোহিত শর্মার অধীনে ২৭টি ম্যাচে জিতেছে ভারত। মহিলাদের টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে হরমনপ্রীত অবশ্য বেশ কিছুটা পিছিয়ে। অধিনায়ক হিসাবে দেশকে সবচেয়ে বেশি ম্যাচে জিতিয়েছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (৬৮)। তার পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং (৬৪)। তিনে রয়েছেন হরমনপ্রীত।

রবিবার বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের ম্যাচ কমে ১৮ ওভারের হয়। প্রথমে ব্যাট করে ৯৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে স্মৃতি মন্ধানার ৪২ বলে অপরাজিত ৬৩ রানের সৌজন্যে আট উইকেটে ম্যাচ জেতে ভারত। মাত্র ১১.৪ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

আরও পড়ুন
Advertisement