ICC Champions Trophy 2025

রোহিতের উত্তরসূরি কে? অধিনায়কের পাশে বসেই বুঝিয়ে দিলেন প্রধান নির্বাচক আগরকর

ইংল্যান্ড সিরিজ়‌ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা অধিনায়ক থাকছেন ঠিকই। তবে বিকল্পের সন্ধানও শুরু করে দিয়েছে বোর্ড। শনিবার সেটা বুঝিয়ে দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৮:০১
cricket

প্রধান নির্বাচক অজিত আগরকর (বাঁ দিকে), অধিনায়ক রোহিত শর্মা(ডান দিকে)। ছবি: এএফপি।

অস্ট্রেলিয়া সফরে সিডনিতে শেষ টেস্টে নিজেকে সরিয়ে নেওয়ার পরেই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। টেস্টে তো বটেই, এক দিনের ক্রিকেটেও তিনি অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ইংল্যান্ড সিরিজ়‌ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত অধিনায়ক থাকছেন ঠিকই। তবে বিকল্পের সন্ধানও শুরু করে দিয়েছে বোর্ড। শনিবার সেটা বুঝিয়ে দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। তিনি অতীতেও সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। গুজরাত টাইটান্স দলেরও নেতা তিনি। দলে আরও একাধিক ক্রিকেটার থাকা সত্ত্বেও কেন শুভমনকেই বেছে নেওয়া হল?

সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আগরকর। বলেছেন, “শুভমন শ্রীলঙ্কা সিরিজ়েও সহ-অধিনায়ক ছিল। আগামী দিনে যারা দলকে নেতৃত্ব দিতে পারে তাদের উপরে আমরা নজর রাখছি। এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। তবে সাজঘর থেকে অনেক প্রতিক্রিয়াই আমরা পাই।”

আগরকরের সংযোজন, “বিকল্প খুঁজে রাখা দরকার। এখনকার দিনে কাজটা বেশ কঠিন। কারণ প্রায় প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত। এই দলে খুব বেশি ক্রিকেটার রাজ্য দলকে নেতৃত্ব দেয়নি। অক্ষর (পটেল) গুজরাতকে নেতৃত্ব দিয়েছে। তবে কাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে সেটা আমাদেরই খুঁজে বার করতে হবে।”

নির্বাচক প্রধানের কথায় মনে হয়েছে, তাঁরা এখন থেকেই রোহিতের বিকল্প খোঁজার কথা ভাবতে শুরু করেছেন। টি-টোয়েন্টিতে প্রথমে হার্দিক পাণ্ড্যকে দায়িত্ব দেওয়া হলেও পরে তা কেড়ে নিয়ে সূর্যকুমার যাদবকে দায়িত্ব দেওয়া হয়েছে। চোটপ্রবণতার কথা মাথায় রেখে এক দিনের ক্রিকেটেও তাঁকে ভাবা হচ্ছে না। বোর্ড চাইছে দীর্ঘমেয়াদি কোনও অধিনায়ক বেছে নিতে। সে ক্ষেত্রে বয়স কম হওয়ায় শুভমন প্রথম বিকল্প হতে পারেন বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন