Big Bash League

গাব্বায় আগুনের পর সিডনিতে ঝড়, উড়ে গেল স্টেডিয়ামের ছাদের অংশ, বিবিএলের ম্যাচ বাতিল

কিছু দিন আগেই গাব্বায় বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে মাঠে আগুন লেগে গিয়েছিল। এ বার উড়ে গেল স্টেডিয়ামের ছাদ। শুক্রবার বিবিএলে একটি ম্যাচে ঘটনাটি ঘটেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:৪৬
cricket

সিডনির গ্যালারিতে ভেঙে পড়েছে স্টেডিয়ামের ছাদের অংশ। ছবি: সমাজমাধ্যম।

কিছু দিন আগেই গাব্বায় বিগ ব্যাশ লিগের (বিবিএল) একটি ম্যাচে মাঠে আগুন লেগে গিয়েছিল। এ বার উড়ে গেল স্টেডিয়ামের ছাদ। শুক্রবার বিবিএলে একটি ম্যাচে ঝড়ের দাপটে ছাদের একটি অংশ উড়ে যায়। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে ম্যাচটিই বাতিল করা হয়েছে।

Advertisement

শুক্রবার বিবিএলে সিডনি ডার্বি ছিল। সিডনি থান্ডারের বিরুদ্ধে খেলতে নেমেছিল সিডনি সিক্সার্স। তবে ম্যাচের আগে থেকেই ঝড়ের দাপট বাড়তে থাকে। ও’রিলি স্ট্যান্ডের উপরে ছাদের একটি অংশ ছিটকে বেরিয়ে ঝুলতে থাকে। ঝুঁকি না নিয়ে নিরাপত্তারক্ষীরা ওই স্ট্যান্ড খালি করে দেন। তার পরে ওই অংশটি মূল ছাদের থেকে বিচ্ছিন্ন করে তারা। ওই দর্শকদের অন্য একটি স্ট্যান্ডে বসতে দেওয়া হয়।

বৃষ্টি এবং আবহাওয়া খারাপ থাকার কারণে ম্যাচটি চালানো যায়নি। সিডনি থান্ডারের স্কোর ৫.১ ওভারে ৩৬/১ থাকার সময় ম্যাচ বাতিল করে দেওয়া হয়।

ঠিক আগের দিনই বিগ ব্যাশ লিগের ম্যাচ ছিল ব্রিসবেনের গাব্বায়। সেই ম্যাচের মাঝেই হঠাৎ মাঠে আগুন লেগে যায়। পুড়ে যায় ডিজে বুথ। যে কারণে ব্রিসবেন হিট এবং হোবার্ট হ্যারিকেনের ম্যাচ বন্ধ রাখতে হয়। ঘটনাটি স্কোরবোর্ডের কাছে। গাব্বার মাঠকর্মীরা কিছুতেই আগুন নেভাতে পারছিলেন না। তবে কেউ আহত হননি বলে জানা গিয়েছে। যে দর্শকেরা স্কোরবোর্ডের কাছে বসেছিলেন, তাঁদের সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়। অন্য জায়গায় বসতে দেওয়া হয় তাঁদের। যে সময় আগুন লাগে, সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। তিনি সকলের নজর টানেন আগুনের দিকে। ধারাভাষ্যকারদের মধ্যে আগুন নিয়ে কথা শুরু হয়ে যায়। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

Advertisement
আরও পড়ুন