সাসেক্সের হয়ে ভাল খেলছেন পুজারা। ছবি টুইটার
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন চেতেশ্বর পুজারা। আগের দু’টি ম্যাচে শতরান করার পরে এ বার তাঁর ব্যাট থেকে অর্ধশতরান এল। কাউন্টির পর রয়্যাল লন্ডন কাপেও দারুণ ছন্দে পুজারা। সীমিত ওভারেও তিনি যে কারওর থেকে কম যান না, সেটা বুঝিয়ে দিচ্ছেন প্রতি ম্যাচেই।
সমারসেটের বিরুদ্ধে ম্যাচে চার নম্বরে নেমে ৬৬ বলে ৬৬ রান করেন পুজারা। পাঁচটি চার এবং ছয় মারেন তিনি। পুজারা রান পেলেও দলের ওপেনার অলি ওর নজর কেড়ে নিয়েছেন। ১৬১ বলে ২০৬ করেছেন তিনি। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৯৭ তোলে সাসেক্স। জবাবে ১৯৬ রানেই শেষ হয়ে যায় সমারসেট।
Pujara scoring runs yet again. 💫
— Sussex Cricket (@SussexCCC) August 19, 2022
*pretends to be shocked* 😅
5⃣0⃣ 🌟 pic.twitter.com/106Oy4EOCH
পুজারার দল সাসেক্স গ্রুপ এ-তে সবার উপরে রয়েছে। সাতের মধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে তারা। রানের তালিকাতে পুজারা রয়েছেন দ্বিতীয় স্থানে। সাত ম্যাচে ৪৮২ রান করেছেন তিনি। শীর্ষে মিডলসেক্সের স্টেফান এস্কিনাজি।