Cheteshwar Pujara

Cheteshwar Pujara: জোড়া শতরানের পর এ বার অর্ধশতরান! পুজারার ব্যাটে রান থামছেই না

প্রতি ম্যাচেই রান পেয়ে চলেছেন চেতেশ্বর পুজারা। রয়্যাল লন্ডন কাপে দুর্দান্ত খেলছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১৭:০৩
সাসেক্সের হয়ে ভাল খেলছেন পুজারা।

সাসেক্সের হয়ে ভাল খেলছেন পুজারা। ছবি টুইটার

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন চেতেশ্বর পুজারা। আগের দু’টি ম্যাচে শতরান করার পরে এ বার তাঁর ব্যাট থেকে অর্ধশতরান এল। কাউন্টির পর রয়্যাল লন্ডন কাপেও দারুণ ছন্দে পুজারা। সীমিত ওভারেও তিনি যে কারওর থেকে কম যান না, সেটা বুঝিয়ে দিচ্ছেন প্রতি ম্যাচেই।

সমারসেটের বিরুদ্ধে ম্যাচে চার নম্বরে নেমে ৬৬ বলে ৬৬ রান করেন পুজারা। পাঁচটি চার এবং ছয় মারেন তিনি। পুজারা রান পেলেও দলের ওপেনার অলি ওর নজর কেড়ে নিয়েছেন। ১৬১ বলে ২০৬ করেছেন তিনি। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৯৭ তোলে সাসেক্স। জবাবে ১৯৬ রানেই শেষ হয়ে যায় সমারসেট।

Advertisement

পুজারার দল সাসেক্স গ্রুপ এ-তে সবার উপরে রয়েছে। সাতের মধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে তারা। রানের তালিকাতে পুজারা রয়েছেন দ্বিতীয় স্থানে। সাত ম্যাচে ৪৮২ রান করেছেন তিনি। শীর্ষে মিডলসেক্সের স্টেফান এস্কিনাজি।

Advertisement
আরও পড়ুন