Rohit Sharma

টেস্ট থেকে রোহিত অবসর নিলে কে হবেন অধিনায়ক? দীর্ঘমেয়াদি নেতা বেছে নিলেন পুজারা

টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়স হয়ে যাওয়ায় আর কত দিন খেলবেন তা নিয়ে চর্চা রয়েছেই। তবে ভারতের চিন্তার কোনও কারণ নেই বলে মনে করছেন চেতেশ্বর পুজারা। কেন বলছেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫২
cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এখন তিনি টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক। তবে ৩৭ বছর বয়স হয়ে যাওয়ার আর কত দিন খেলবেন তা নিয়ে চর্চা রয়েছেই। তবে ভারতের চিন্তার কোনও কারণ নেই বলে মনে করছেন চেতেশ্বর পুজারা। দীর্ঘ দিনের জন্য নেতা বেছে ফেলেছেন তিনি।

Advertisement

তিনি আর কেউ নন, যশপ্রীত বুমরা। পার্‌থ টেস্টে তাঁর নেতৃত্ব প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, নেতৃত্বের বোঝা কাঁধে নিয়ে নিজেও ভাল খেলেছেন। প্রথম ইনিংসে তাঁর বোলিং দলকে জিততে সাহায্য করেছে। তাই পুজারার মতে, এর পর বুমরার কথাই ভাবা উচিত।

এক ওয়েবসাইটে পুজারা বলেছেন, “কোনও সন্দেহ নেই যে বুমরা একটা ভাল বিকল্প। অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন সিরিজ় খেলতে নেমেছি আমরা। প্রথম টেস্টে স্বাভাবিক ভাবেই চাপ থাকে। তবু কঠিন পরিস্থিতিতে যে ভাবে নেতৃত্বের দায়িত্ব সামলেছে তা অসাধারণ।”

পুজারার সংযোজন, “দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বুমরার। ও আদ্যন্ত টিম ম্যান। ওর কথা শুনলে বুঝতে পারবেন। কখনও নিজের কথা বলে না। সব সময় মুখে দলের কথা, সতীর্থদের কথা। ওর পরামর্শগুলোও পরিণত ক্রিকেটারদের মতো।”

বুমরার নেতৃত্বে পার্‌থ টেস্ট জিতে সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে রোহিত ফেরায় বুমরাকে নেতৃত্বের দায়িত্ব ছাড়তে হয়েছে।

Advertisement
আরও পড়ুন