IPL 2025

মাহি মোহ! ধোনি ব্যাট করতে নামার সময় জেতার কথা ভুলেই গিয়েছিল দল, জানালেন অশ্বিন

মুম্বইয়ের বিরুদ্ধে ১৯তম ওভারে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিংহ ধোনি। মাত্র দু’টি বল খেলেন। কিন্তু ওই মুহূর্তে ম্যাচের পরিস্থিতির কথা ভুলে গিয়েছিল চেন্নাই শিবির। এমনটাই দাবি রবিচন্দ্রন অশ্বিনের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:৪৮
MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচে ১৯তম ওভারে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিংহ ধোনি। মাত্র দু’টি বল খেলেন। কিন্তু ওই মুহূর্তে ম্যাচের পরিস্থিতির কথা ভুলে গিয়েছিল চেন্নাই শিবির। এমনটাই দাবি রবিচন্দ্রন অশ্বিনের।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “চেন্নাইয়ে ধোনি যখন ব্যাট করতে নামল, তখন মাঠে এত চিৎকার হচ্ছিল যে ম্যাচের পরিস্থিতির কথা ভুলে গিয়েছিলাম আমরা। ধোনি এই ভালবাসা অর্জন করেছে। চেন্নাইয়ের সাজঘরে বসে এই প্রথম এমনটা হতে দেখলাম। সব সময় বাইরে থেকে দেখেছি।”

এখন আইপিএল ছাড়া কোনও প্রতিযোগিতা খেলেন না ধোনি। গত বছর আইপিএল খেলেছিলেন তিনি। এ বার চেন্নাইয়ে প্রথম ম্যাচ খেলেন মুম্বইয়ের বিরুদ্ধে। অশ্বিন বলেন, “আমি প্যাড পরে বসেছিলাম। পরের ব্যাটার আমি ছিলাম। ভিতরে গিয়ে রুতুরাজ গায়কোয়াড়কে জিজ্ঞেস করেছিলাম যে পিচ কেমন, তখনও চার রান বাকি ছিল। কিন্তু সকলে ভুলে গিয়েছিল যে ম্যাচ এখনও বাকি।”

ধোনি কোনও রান করতে পারেননি। উল্টো দিকে থাকা রবীন্দ্র জাডেজা ম্যাচ জেতান। তবে সূর্যকুমার যাদবকে যে ভাবে স্টাম্পড আউট করেছিলেন ধোনি, তা অবাক করে দিয়েছিল সকলকে।

Advertisement
আরও পড়ুন