IPL 2025

আইপিএলের পরই শেষ ধোনি যুগ? মাঠে নামার আগে অবসর নিয়ে মুখ খুললেন মাহি নিজেই

আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে মহেন্দ্র সিংহ ধোনি চেন্নাইয়ে এসেছিলেন বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে। যাতে সাঙ্কেতিক ভাষায় লেখা ছিল, ‘শেষ বারের মতো’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৪:১১
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

আইপিএল শুরু হতে না হতেই মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে আবার নতুন জল্পনা তৈরি হল। জল্পনা তৈরি হয়েছে ধোনির একটি মন্তব্যকে কেন্দ্র করেই। মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও।

Advertisement

আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে ধোনি চেন্নাইয়ে এসেছিলেন বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে। তাতে সাঙ্কেতিক ভাষায় লেখা ছিল, ‘শেষ বারের মতো’। ধোনির টি-শার্টের লেখা দেখে অনেক মনে করেছিলেন, এ বার আইপিএল খেলে ক্রিকেট থেকে পাকাপাকি ভাবে অবসর নিতে পারেন মাহি। আইপিএলে মাঠে নামার আগে সেই জল্পনা নিয়ে ধোনি নিজেই মুখ খুলেছেন।

শনিবার অবসর নিয়ে এক প্রশ্নের উত্তরে ধোনি বলেছেন, ‘‘যত দিন ইচ্ছা হবে, তত দিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।’’ ধোনি বুঝিয়ে দিয়েছেন অবসরের ভাবনা এখন তাঁর মাথায় নেই। বিশেষত আইপিএলে মাঠে নামার আগে এ সব নিয়ে ভাবছেন না।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের কথার সুর শোনা গিয়েছে চেন্নাই অধিনায়কের গলাতেও। রুতুরাজের মতে, ধোনি এখনও কয়েক বছর খেলতে পারেন। তিনি বলেছেন, ‘‘ধোনি সব সময় আমাদের সঙ্গে রয়েছে। সচিন তেন্ডুলকরের বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। এখনও কী দুর্দান্ত ব্যাট করছেন। আমরা সকলে সেটা দেখেছি। আমার মনে হয়, ধোনিও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারে।’’ চেন্নাই অধিনায়ক আরও বলেছেন, ‘‘ধোনি দলের সকলের অনুপ্রেরণা। আমারও। ৪৩ বছর বয়সেও যে ভাবে খেলছে, সেটা এক কথায় অসাধারণ। সত্যিই প্রশংসনীয়। আমরা নিশ্চিত মাহিভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত দু’বছর যে ভাবে খেলেছে, সে ভাবেই খেলবে। কোনও পরিবর্তন দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ ইনিংসগুলো আমরা মাহিভাইয়ের ব্যাট থেকেই পাব।’’

২০১৯ সালের পর আর দেশের হয়ে খেলেননি ধোনি। শেষ পাঁচ বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলায় এ বারের আইপিএলে ঘরোয়া ক্রিকেটার হিসাবে খেলবেন তিনি। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।

Advertisement
আরও পড়ুন