বিরাট কোহলি। ছবি: বিসিসিআই।
বিরাট কোহলির ভান্ডারে নতুন অস্ত্র। আইপিএলের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দলগুলির বোলারদের মাথাব্যথা হয়ে ওঠার ইঙ্গিত দিলেন কোহলি। নিজের ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। নতুন অস্ত্র যোগ করে কোহলিকে আরও বেশি আগ্রাসী দেখাচ্ছে ২২ গজে।
কোহলির পরিবর্তন শনিবার টের পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজ জয় এনে দিয়েছেন কোহলি। তাঁর আগ্রাসন থামাতে পারেননি কেকেআরের বোলারেরা। পরিচিত আগ্রাসী শটগুলির সঙ্গে নতুন একটি শট যোগ করেছেন কোহলি। যাতে তাঁকে স্পিনারদের বিরুদ্ধে আরও বেশি বিপজ্জনক দেখাচ্ছে। কোহলির অন্যতম প্রিয় শট পুল। সাধারণত জোরে বোলারদের বিরুদ্ধেই তাঁকে পুল মারতে দেখা যেত এত দিন। আইপিএলের প্রথম ম্যাচে স্পিনারদের বলেও কয়েকটি পুল মেরেছেন তিনি। যা আগে তাঁর ব্যাটিংয়ে দেখা যায়নি।
ইডেনের ২২ গজে বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনদের বলে অনায়াসে পুল মেরেছেন কোহলি। অফ সাইডের বলও টেনে লেগ সাইডের বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। ভান্ডারে নতুন এই অস্ত্র যোগ করায় কোহলিকে আরও বিপজ্জনক দেখাচ্ছে আইপিএলে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোহলিকে নতুন এই শট মারতে দেখা যায়নি।
কোহলির নতুন শট নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদেরও। আইপিএলের অন্যতম ধারাভাষ্যকার শিখর ধবন বলেছেন, ‘‘স্পিনারদের বিরুদ্ধে কোহলিকে এ ভাবে সুইপ বা পুল করতে আমরা আগে তেমন দেখিনি। স্পিনারদের বিরুদ্ধে কোহলি মূলত প্রতি বলে রান নেওয়ার দিকে নজর দিত। মাঝে মাঝে বড় শট খেলত বল বুঝে। এ বার খেলার ধরন বদলে ফেলেছে। কোহলি এ রকম খেললে স্পিনারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।’’
১৭ বছর ধরে চেষ্টা করেও আইপিএল জিততে পারেননি কোহলি। তাঁর বাড়ির ক্যাবিনেটে এই একটি পদক এখনও নেই। এ বার বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করে মরিয়া কোহলি নিজের ব্যাট করার ধরনও বদলে ফেলেছেন। আরও বেশি আগ্রাসী হয়েছেন। আইপিএলের প্রথম ম্যাচেই তাঁর যে রূপ দেখা গিয়েছে, তাতে এ বার বেঙ্গালুরু ট্রফির দৌড়ে থাকতে পারে প্রবল ভাবে।