Cricket Association of Bengal

ঝুলন, কর্নেল নায়ারের নামে স্ট্যান্ড ইডেনে, আনুষ্ঠানিক ঘোষণা সিএবির, আপ্লুত প্রাক্তন ক্রিকেটার

২২ জানুয়ারি ইডেনে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচের আগে ইডেনে ঝুলনের নামে স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। কর্নেল নায়ারের নামেও হবে একটি স্ট্যান্ড।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২২:৫৬
Picture of Jhulan Goswami

ঝুলন গোস্বামী। —ফাইল চিত্র।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে সম্মানিত করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। ইডেন গার্ডেন্সের ‘বি’ ব্লকের একটি স্ট্যান্ডের নামকরণ হল প্রাক্তন জোরে বোলারের নামে।

Advertisement

আগামী ২২ জানুয়ারি ইডেনে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচের আগেই ইডেনে ঝুলন গোস্বামী স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। একই সঙ্গে শহিদ সেনা আধিকারিক কর্নেল এনজে নায়ারের নামেও হবে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড। মঙ্গলবার এই জোড়া সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল সিএবি। এ দিনের অনুষ্ঠানে ঝুলন ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল ছাড়াও সৌরাশিস লাহিড়ী, শিবশঙ্কর পালের মতো প্রাক্তন ক্রিকেটার। ছিলেন সেনাবাহিনীর আধিকারিকেরাও।

যে মাঠ থেকে ক্রিকেটার ঝুলনের উত্থান, সেই মাঠেই তাঁর নামে স্ট্যান্ড হচ্ছে। বিশ্বাসই করতে পারছেন না মহিলা ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। তিনি বলেন, ‘‘স্বপ্নেও কখনও ভাবিনি ইডেনে আমার নামে স্ট্যান্ড হবে। বিশ্বের কয়েক জায়গায় মহিলা ক্রিকেটারদের নামে গেট রয়েছে। স্ট্যান্ড মনে হয় এই প্রথম। যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আদর্শ করে বড় হয়েছি, তাঁর সামনে এই ঘোষণায় অত‍্যন্ত গর্বিত লাগছে। সিএবিকে ধন্যবাদ।’’

এ দিনের অনুষ্ঠানে অনূর্ধ্ব ১৫ মহিলাদের এক দিনের ক্রিকেটে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া বাংলা দলের জন্য ক্রিকেটার এবং কোচিং স্টাফদের জন্য ২ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছেন সিএবি সভাপতি।

Advertisement
আরও পড়ুন