ICC ODI World Cup 2023

ইডেনে আবার বিক্ষোভ! টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগের মাঝেই ক্ষোভ সিএবি অনুমোদিত ক্লাবের

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট পাচ্ছেন না সদস্যেরা। সেই নিয়ে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবারও অন্যথা হল না। ইডেনের সামনে বিক্ষোভ দেখালেন এনসিসি-র সদস্যরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১৪:১২
Eden Gardens

ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট না পাওয়া নিয়ে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবারও দেখা গেল ইডেনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে। ইডেনের নিরাপত্তারক্ষী আগেই বৃদ্ধি করা হয়েছিল। বৃহস্পতিবার ঘোড়সওয়ার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেন।

Advertisement

বৃহস্পতিবার ন্যাশনাল ক্রিকেট ক্লাবের (এনসিসি) সদস্যদের টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে, আগে এলে আগে পাবে ভাবে ভিত্তিতে টিকিট দেওয়া হবে। স্বাভাবিক ভাবেই বেশ কিছু সদস্য টিকিট পাননি। টিকিট দেওয়া হচ্ছিল ইডেনের ১৩ নম্বর গেট থেকে। টিকিট না পেয়ে বেশ কিছু সদস্য বিক্ষোভ জানাতে শুরু করেন।

সিএবি-র বেশ কিছু সদস্য অনলাইনে টিকিট বুক করতে গিয়েছিলেন। কিন্তু তাঁদের টিকিট বুক হয়েছে দেখানোর পরেও টিকিট দেওয়া হয়নি। সেই নিয়েও ক্ষোভ জানান সদস্যেরা। এক সদস্য বললেন, “অনলাইন মাধ্যমে টিকিট বুক করতে গিয়ে কোনও অসুবিধা হলে অভিযোগ জানাতে বলা হয়েছিল। অভিযোগ জানাতে এসেছিলাম। বলল ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়া হবে। কী উত্তর দেবে জানি না।”

বুধবার সিএবি-র কর্তাদের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ করেছিলেন এক ক্রীড়াপ্রেমী। তাঁর অভিযোগ, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট বিক্রি করছে তারা এবং তাদের সঙ্গে বাংলার ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা টিকিট সরিয়ে দিয়েছেন। সেই টিকিট কালোবাজারে চলে গিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়দান থানা। সিএবি-র কর্তাদের বৃহস্পতিবার ময়দান থানায় ডেকে পাঠানো হয়েছে। অনলাইন সংস্থার কর্তাদেরও ডেকে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ক্রিকেট বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছিল পুলিশ। ২,৫০০ টাকার টিকিট তিনি ১১,০০০ টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ।

এর আগে সিএবি-র সদস্যেরাও টিকিট না পেয়ে বিক্ষোভ করেছিলেন। সিএবি আগেই জানিয়েছে যে, সব সদস্য এ বারে টিকিট পাবেন না। অনলাইনের মাধ্যমে আগে টিকিট বুক করতে হবে। যে সদস্যরা আগে টিকিট বুক করতে পারবেন, শুধু তাঁদের টিকিট দেওয়া হবে। তাতেই চটেছেন টিকিট না পাওয়া সদস্যেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement