Virat Kohli Bowler Against KKR

ইডেনে বোলার কোহলি! প্রথম ওভারে বল করেছেন বিরাট, দেখাল সম্প্রচারকারী চ্যানেল

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। তিনি নাকি বলও করেছেন। অন্তত তেমনটাই দেখা গেল সম্প্রচারকারী চ্যানেলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:৫৩
cricket

ইডেনে বিরাট কোহলি। ছবি: রয়টার্স।

কেরিয়ারের শুরুতে মাঝেমাঝে বল করতেন। তবে দীর্ঘ দিন বল করা ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। ইডেনে দেখা গিয়ে ব্যাটার বিরাটকে। কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৩৬ বলে অপরাজিত ৫৯ রান করে মাঠ ছেড়েছেন। সেই ম্যাচে তিনি নাকি বলও করেছেন। অন্তত তেমনটাই দেখা গিয়েছে সম্প্রচারকারী চ্যানেলে।

Advertisement

ইডেনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে কেকেআর। প্রথম ওভারে বল করতে যান বেঙ্গালুরুর জস হেজ়লউড। কিন্তু সম্প্রচারকারী চ্যানেলে যেখানে বোলারের নাম দেখা যায়, সেখানে লেখা ছিল কোহলি। যদিও কিছু ক্ষণের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পারে তারা। সঙ্গে সঙ্গে কোহলির নাম সরিয়ে আবার হেজ়লউডের নাম বসিয়ে দেওয়া হয়। তার মধ্যেই সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কোহলি কেরিয়ারের শুরুতে বল করতেন। মিডিয়াম পেস করতেন তিনি। টেস্টে ১৭৫, এক দিনের ম্যাচে ৬৬২ ও টি-টোয়েন্টিতে ১৫২ বল করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪৩ বল করেছেন কোহলি। এক দিনের ম্যাচে ৫, টি-টোয়েন্টিতে ৪ ও প্রথম শ্রেণিতে ৩ উইকেট রয়েছে তাঁর। কিন্তু কোহলি নিজেই বার বার বলেছেন, তাঁর বোলিং অ্যাকশন খুব খারাপ। তাতে চোট পাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে ধীরে ধীরে বল করা বন্ধ করে দিয়েছেন। ইডেনে সম্প্রচারকারী চ্যানেল সেই কোহলিকেই ফিরিয়ে আনল বোলারের ভূমিকায়।

cricket

সেই মুহূর্ত। বল করছেন জস হেজ়লউড। লেখা রয়েছে বিরাট কোহলির নাম। ছবি: সমাজমাধ্যম।

গত বার আইপিএলে সবচেয়ে বেশি রান করেছিলেন কোহলি। এ বারও শুরুটা ভাল করেছেন তিনি। ১৭৫ রান তাড়া করতে নেমে ৫৯ রান করেছেন। চারটি চার ও তিনটি ছক্কা মেরেছেন। কোহলির ব্যাটিং দেখে বোঝা গিয়েছে, মাঠে নেমে খেলা উপভোগ করছেন তিনি। ইডেনে সমর্থনও পেয়েছেন কোহলি। শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছেন। এখন দেখার, প্রতিযোগিতার শেষ পর্যন্ত এই হাসি কোহলির মুখে থাকে কি না।

Advertisement
আরও পড়ুন