New Zealand tour of India 2024

বেঙ্গালুরুতে ভারত-নিউ জ়িল্যান্ড টেস্টের প্রথম দিন ভেস্তে গেল, বৃহস্পতিবার খেলা হবে?

বুধবার ভারত-নিউ জ়িল্যান্ড টেস্টে এক বলও খেলা সম্ভব হল না। সমর্থকদের মাথায় চিন্তা বাকি চার দিন নিয়ে। বেঙ্গালুরুতে বৃহস্পতিবার খেলা শুরু করা যাবে? আবহাওয়ার পূর্বাভাস কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১৬:৩৫
Bengaluru

বেঙ্গালুরুতে পিচ ঢাকছেন মাঠকর্মীরা। ছবি: বিসিসিআই।

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে প্রথম দিনে ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচে টস হল না। এক বলও খেলা সম্ভব হল না। সমর্থকদের মাথায় চিন্তা বাকি চার দিন নিয়ে। বেঙ্গালুরুতে বৃহস্পতিবার খেলা শুরু করা যাবে? আবহাওয়ার পূর্বাভাস কী?

Advertisement

অ্যাকুওয়েদার অনুযায়ী, টেস্টের পাঁচ দিনই বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকার কথা। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। যা শুক্রবার বেড়ে হবে ৬৭ শতাংশ। শনিবার অবশ্য বৃষ্টির সম্ভাবনা কম। সে দিন বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। যদিও রবিবার টেস্টের শেষ দিনে তা বেড়ে হবে ৪০ শতাংশ। বুধবার সকাল ৯টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু সারা দিনে টস হয়নি। মধ্যাহ্নভোজ এবং চা বিরতির সময় পার হওয়ার পর দিনের খেলা বাতিল করে দেওয়া হয়।

আবহাওয়ার উপর নির্ভর করছে ভারতের প্রথম একাদশও। রোহিত শর্মা মঙ্গলবার বলেছিলেন, “সব কিছু নির্ভর করছে আবহাওয়ার উপর। মঙ্গলবার বৃষ্টি পড়ছে। পিচ ঢাকা। তাই বুধবার সকালে টসের আগে সিদ্ধান্ত নেব যে, তিন পেসার খেলাব না দুই পেসার। আমরা সব বিকল্প খোলা রাখছি।”

কিছু দিন আগে নিউ জ়িল্যান্ড ভারতে এসেছিল আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে। গ্রেটার নয়ডায় সেই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই টেস্টে এক বলও খেলা হয়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল। খেলা শুরু করাই সম্ভব হয়নি। সেই নিউ জ়িল্যান্ড দল এ বারে ভারতের বিরুদ্ধে খেলতে এসেছে। কিন্তু বৃষ্টি তাদের পিছু ছাড়ছে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টেও বৃষ্টি হয়েছিল। কানপুরে সেই টেস্টে বৃষ্টির কারণে মাত্র দু’দিন খেলা হয়। তাতেও ম্যাচ জিতে নিয়েছিল ভারত।

আরও পড়ুন
Advertisement