Bengal Cricketer

বাংলার ক্রিকেটারকে ৩ কোটি টাকা পুরস্কার যোগী সরকারের, সঙ্গে পুলিশে পদোন্নতিও

মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দীপ্তি। একই দিনে বাংলার অলরাউন্ডারকে সংবর্ধনা জানাল উত্তরপ্রদেশ সরকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ২১:১৪
picture of Yogi Adityanath

যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

বাংলার অলরাউন্ডার দীপ্তি শর্মাকে সম্মানিত করল উত্তরপ্রদেশ। সে রাজ্যের পুলিশের ডিএসপি হলেন তিনি। গত এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যের হাতে আর্থিক পুরস্কারও তুলে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ক্রমতালিকাতেও উন্নতি হয়েছে তাঁর। মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দীপ্তি।

Advertisement

বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও দীপ্তি আদতে মহম্মদ শামির মতো উত্তরপ্রদেশের খেলোয়াড়। খেলার সূত্রেই তিনি উত্তরপ্রদেশ পুলিশে চাকরি পেয়েছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ২২ গজে লড়াইয়ে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। ঘরোয়া এবং আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে দীপ্তিকে সমীহ করেন প্রতিপক্ষের ক্রিকেটারেরাও। সেই দীপ্তি সেই সাফল্যের পুরস্কার পেলেন নিজের রাজ্য থেকে। পুরস্কার পাওয়ার ছবি দীপ্তি নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে। নিজের রাজ্যে সংবর্ধিত হয়ে উচ্ছ্বসিত তিনি।

তাঁকে উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্ট পদে উন্নীত করল যোগী সরকার। মঙ্গলবার দীপ্তির হাতে নিয়োগপত্র তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাংলার অলরাউন্ডারকে আর্থিক পুরস্কারও দিল যোগী সরকার। গত হ্যাংঝোউ এশিয়ান গেমসে সোনা জেতার জন্য ৩ কোটি টাকার চেকও তাঁর হাতে তুলে দেন আদিত্যনাথ।

আগ্রার মেয়ে দীপ্তিকে কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৩ সালের সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার দিয়েছে। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৪টি টেস্ট, ৮৬টি এক দিনের ম্যাচ এবং ১০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দীপ্তি।

Advertisement
আরও পড়ুন