শাকিব আল হাসান। —ফাইল চিত্র
চলতি বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে আসরে নেমেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। কলকাতায় এসেছেন তিনি। কথা বলেছেন দলের ক্রিকেটারদের সঙ্গে। শাকিব আল হাসানদের বাকি তিন ম্যাচের জন্য বিশেষ পরামর্শও দিয়েছেন তিনি।
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে হেরেছে বাংলাদেশ। রবিবার কলকাতায় এসেছেন পাপন। বাংলাদেশ দল যে হোটেলে আছে সেখানে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন পাপন। তার পরে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘শনিবারের ফল মেনে নেওয়া যায় না। আমি শাকিব, লিটন (দাস) ও মেহেদি (হাসান মিরাজ)-র সঙ্গে আলাদা করে কথা বলেছি। মুশফিকুর (রহিম) ও মাহমুদুল্লার সঙ্গেও কথা হয়েছে। ওদের জিজ্ঞাসা করেছি কোথায় সমস্যা হচ্ছে। ওরা সবাই বলেছে যে কেউ রান পাচ্ছে না। টপ অর্ডার রান না পাওয়ায় সমস্যা হচ্ছে।’’
দলের মধ্যে একতার কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন পাপন। বাংলাদেশের ক্রিকেট কর্তার কথায়, ‘‘ওরা বলেছে দলের মধ্যে একতার কোনও সমস্যা নেই। কিন্তু ওদের নিজেদের ফর্ম দেখে ওরা অবাক। এই হার ওরাও মেনে নিতে পারছে না। সবাই সমালোচনা করছে। এর থেকে অনেক ভাল ক্রিকেট ওরা খেলতে পারে।’’
কলকাতাতেই ৩১ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে দলের ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন পাপন। তিনি বলেন, ‘‘এখন তো আর দলে পরিবর্তন করতে পারব না। এই দল নিয়েই খেলতে হবে। সবাইকে বলেছি সাহসী ক্রিকেট খেলতে। প্রত্যেকে হয়তো রান পাবে না। কিন্তু কয়েক জন রান পেলেই দলটা বদলে যাবে। তবে তার জন্য মাঠে ভয় পেলে হবে না। বাকি তিনটে ম্যাচে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।’’
বিশ্বকাপ থেকে খাতায়-কলমে এখমও বাদ পড়েনি বাংলাদেশ। তবে মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে শাকিবদের। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে এসে দাঁড়ালেন বোর্ডের কর্তা।