ICC ODI World Cup 2023

চোটের নাটক করে পালিয়েছেন শাদাব! পাক ক্রিকেটারকে দুষলেন নিজের দেশেরই ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন মাথায় চোট পান পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। তিনি আর খেলেননি। শাদাবের এই চোট নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার উমর গুল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৫:৪২
Shadab Khan

শাদাব খান। —ফাইল চিত্র

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টান টান ম্যাচ হেরেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন মাথায় চোট পান পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। তিনি আর খেলেননি। কনকাশন পরিবর্ত হিসাবে নামেন উসামা মীর। শাদাবের এই চোট নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার উমর গুল। তাঁর মতে, চোটের নাটক করে পালিয়ে গিয়েছেন শাদাব।

Advertisement

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর একটি টেলিভিশন শোয়ে গুল বলেন, ‘‘শাদাবের এতটাও চোট লাগেনি যে ও খেলতে পারত না। চোটের নাটক করে ও পালিয়ে গিয়েছিল। ম্যাচের চাপ নিতে পারছিল না শাদাব। সেই কারণে ও পালিয়ে গিয়েছিল।’’

কিন্তু কেন এই অভিযোগ করেছেন গুল? শাদাবের চোটের পরের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। গুল বলেন, ‘‘আমরা চাই না কোনও ক্রিকেটার মাঠে চোট পাক। কিন্তু শাদাব চোট পাওয়ার পরে মাঠ ছেড়ে উঠে গেল। ফিজিয়ো ওকে পরীক্ষা করে দেখল। তার কিছু ক্ষণ পরে আবার ও নেমে এল। ডাগ আউটে সবার সঙ্গে কথা বলে আবার উঠে গেল। তার পরে ওর পরিবর্ত নেওয়া হল। এর থেকেই সন্দেহ বাড়ছে।’’

পরেও ডাগ আউটে শাদাবকে দেখা গিয়েছে। সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন গুল। তিনি বলেন, ‘‘পাকিস্তান যখন ভাল খেলছিল তখন ডাগ আউটে বসে শাদাব হাততালি দিচ্ছিল। বাকিদের সঙ্গে চিৎকার করছিল। তার মানে ওর এতটাও চোট লাগেনি। ও নাটক করেছে।’’

শাদাবের পরিবর্ত হিসাবে নামা মীর ২টি উইকেট নিয়ে খেলায় পাকিস্তানকে ফিরিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চাপ ধরে রাখতে পারেননি তাঁরা। ১ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন
Advertisement