Asia Cup 2023

বাবরদের কাছে হেরে দলের উপর ক্ষুব্ধ শাকিব, বাঁচলেন শুধু দু’জন

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে হারের জন্য কাদের দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৩
Shakib al Hasan

শাকিব আল হাসান। —ফাইল চিত্র

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে খারাপ ভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম ব্যাট করে ৩৮.৪ ওভারে মাত্র ১৯৩ রান করে তারা। ৩৯.৩ ওভারে সাত উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। লাহোরের মাঠের পাটা পিচে এই হার মেনে নিতে পারছেন না শাকিব আল হাসান। নিজে ৫৩ রান করা বাংলাদেশের অধিনায়ক দায়ী করেছেন দলের ব্যাটারদের। ছাড় দিলেন শুধু ৬৪ রান করা মুশফিকুর রহিমকে এবং নিজেকে।

Advertisement

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব। বাবর জানিয়েছিলেন, তিনি টসে জিতলেও প্রথমে ব্যাট করতেন। অথচ ইনিংসের শুরু থেকেই সমস্যায় পড়ে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লে-র মধ্যেই তাদের চার উইকেট পড়ে যায়। শাকিব বলেন, ‘‘শুরুতেই আমরা হেরে গিয়েছি। এই উইকেটে ১০ ওভারের মধ্যে চার উইকেট পড়ে গেলে কী ভাবে বড় রান করব। মাঝে আমার ও মুশফিকুরের (রহিম) মধ্যে ভাল জুটি হয়েছে। কিন্তু একটা জুটিতে ম্যাচ জেতা যায় না। আমাদের শুরুটা ভাল করতে হত। ব্যাটারদের আরও ভাল খেলতে হবে।’’

পাকিস্তানের পেসারদের প্রশংসা করার পাশাপাশি নিজের দলের ব্যাটারদের শট বাছাইয়ের সমালোচনা করেছেন শাকিব। তিনি বলেন, ‘‘পাকিস্তানের বোলিং আক্রমণ খুব শক্তিশালী। তিন জন বিশ্বমানের জোরে বোলার আছে। ওরা ভাল বল করেছে। কিন্তু আমরাও খুব খারাপ শট খেলে আউট হয়েছি। শট বাছাইয়ে আরও গুরুত্ব দিতে হবে। এ ভাবে উইকেট ছুড়ে দিয়ে এলে হবে না।’’

পাকিস্তানের বিরুদ্ধে যে ভুল করেছেন তা থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামতে চান শাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘‘আমাদের মাথা উঁচু করে চলতে হবে। ভুল শুধরে পরের ম্যাচে নামার চেষ্টা করব। কয়েক দিন বিশ্রাম পাব। তার মধ্যেই সবাইকে নিয়ে বসে পরিকল্পনা করব। আমাদের দলের বোলিং ভাল হচ্ছে। ব্যাটারেরা ধারাবাহিকতা দেখাতে পারলে ম্যাচ জিততে পারব। আশা করছি পরের ম্যাচেই সেটা দেখা যাবে।’’

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ শনিবার। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কলম্বোতে হবে সেই খেলা।

Advertisement
আরও পড়ুন