Shakib Al Hasan

Shakib Al Hasan: শাকিবেই মুক্তি খুঁজছে বাংলাদেশ, ব্যাটিং কোচের মন্তব্যে ঝড় উঠতে পারে সে দেশের ক্রিকেটে

সিডনসের মতে সতীর্থদের উপর শাকিবের প্রভাব অনেক বেশি। তাঁরা শাকিবকে অনেক বেশি অনুসরণ করেন। শাকিবকে সব ম্যাচে পেলে দলের শক্তি বাড়বে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১১:২০
শাকিব আল হাসান।

শাকিব আল হাসান। ফাইল ছবি।

সাফল্য আছে। কিন্তু ধারাবাহিকতা নেই। বার বার অধিনায়ক বদলাতে হয়েছে। অবশেষে সেই শাকিব আল হাসানেই মুক্তি খুঁজছে বাংলাদেশ। অন্তত দলের এক বিদেশির উপলব্ধি সেরকমই।

বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডনস মনে করছেন, শাকিবকে অধিনায়ক করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তিনি বলেছেন, ‘‘শাকিব এখন অধিনায়ক। সব ম্যাচেই ওকে পাওয়া যাবে। কারণ নেতৃত্বের দায়িত্ব নেওয়ায় শাকিবের পক্ষে ম্যাচ বেছে খেলা কঠিন। ও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। শাকিব খেলা মানে দলের শক্তি বৃদ্ধি।’’

Advertisement

শুধু শাকিবের প্রশংসাই নয়, এর পর দু’টি গুরুত্বপূর্ণ মন্তব্যও করেছেন সিডনস। এক, এত দিন দলে নেতৃত্ব দেওয়ার গুণের অভাব ছিল। দুই, দলের ক্রিকেটাররা শাকিবকে অনেক বেশি পছন্দ করেন। বোঝাই যাচ্ছে আগের অধিনায়ক মোমিনুল হককে নিয়ে তিনি এবং দল কতটা অসন্তুষ্ট। ব্যাটিং কোচের এই মন্তব্যে আগুন লাগতে পারে বাংলাদেশের ক্রিকেটে।

প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার জানিয়েছেন, শাকিবকে অধিনায়ক করা হবে শুনেই তিনি আশার আলো দেখছেন। কারণ হিসেবে বলেছেন, ‘‘শাকিবের মধ্যে নেতৃত্ব দেওয়ার দারুণ গুণ রয়েছে। এত দিন দলে যেটার অভাব ছিল। শাকিব অধিনায়ক হওয়ায় বাকিরাও আত্মবিশ্বাস পাবে।’’

অধিনায়ক হিসেবে শাকিবের গ্রহণযোগ্যতা যে অনেক বেশি, সে কথা জানিয়ে সিডনস বলেন, ‘‘শাকিব আগেও নেতৃত্ব দিয়েছে। ওর উপর দলের সকলের আস্থা রয়েছে। ক্রিকেটাররা সকলে ওর সঙ্গে আছে। মোমিনুলের পাশে ছেলেরা ছিল না, বিষয়টা এরকম নয়। কিন্তু ওরা শাকিবকে অনেক বেশি অনুসরণ করে। শাকিব দায়িত্ব নেওয়ায় খুব ভাল হয়েছে। মোমিনুলও চাপ মুক্ত হয়ে নিজের খেলাটা খেলতে পারবে।’’

প্রাক্তন অধিনায়কের সরাসরি সমালোচনা না করলেও সিডনসের মতে, বাংলাদেশ এত দিন সেরা খেলাটা খেলতে পারছিল না। শাকিব দায়িত্ব নেওয়ায় পরিস্থিতি বদলাবে। তিনি বলেন, ‘‘আমার মতে ইতিবাচক দিক দুটো। প্রথমত, শাকিব দারুণ অধিনায়ক। ক্রিকেট নিয়ে ওর ভাবনাচিন্তাও বেশ ভাল। শাকিব ধারাবাহিক পারফরমার। অধিনায়ক হিসেবেও ভাল কাজ করবে। সবাই ওকে অনুসরণ করলেই ভাল ফল হবে। দ্বিতীয়ত, মোমিনুলের ছন্দে ফেরা দলের জন্য জরুরি। গত কয়েকটা ম্যাচে তেমন রান পায়নি। এখন ব্যাটিংয়ে ১০০ শতাংশ মন দিতে পারবে। মোমিনুল যথেষ্ট ভাল ক্রিকেটার। আমরা ওকে সেরা ছন্দে পেতে চাই। এখন ওর কাঁধে আর নেতৃত্বের বোঝা নেই। ওর সুবিধেই হবে।’’

টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতার জন্য নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছেন মোমিনুল। দলকে ছন্দে ফেরাতে বিসিবি কর্তারা ভরসা রেখেছেন অভিজ্ঞ অলরাউন্ডারের উপর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন