pakistan

Babar Azam: কোহলীকে টপকে গেলেন বাবর, টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁলেন পাক অধিনায়ক

২৫০০ রানে পৌঁছতে মাত্র ৬২ ইনিংস নেন বাবর। টি২০ ক্রিকেটে এই রানে পৌঁছতে কোহলী নিয়েছিলেন ৬৮টি ইনিংস।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:৩৯
২৫০০ রানে পৌঁছতে মাত্র ৬২ ইনিংস নেন বাবর।

২৫০০ রানে পৌঁছতে মাত্র ৬২ ইনিংস নেন বাবর। —ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নেমে বিরাট কোহলীকে টপকে গেলেন বাবর আজম। টি২০ ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে ৬২ ইনিংসে আড়াই হাজার রান করেন পাকিস্তানের অধিনায়ক। টপকে গেলেন বিরাট কোহলীকে।

২৫০০ রানে পৌঁছতে মাত্র ৬২ ইনিংস নেন বাবর। টি২০ ক্রিকেটে এই রানে পৌঁছতে কোহলী নিয়েছিলেন ৬৮টি ইনিংস। সব চেয়ে কম ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন কোহলী। সেই রেকর্ড ভেঙে দিলেন বাবর। পাকিস্তানকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে গেলেন অধিনায়ক। বৃহস্পতিবার ৩৪ বলে ৩৯ রান করেন বাবর।

Advertisement

এ বারের টি২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন বাবর। এখনও অবধি সব চেয়ে বেশি রান করেছেন তিনিই। এই বিশ্বকাপে সব ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সেমিফাইনালেই কোহলীর রেকর্ড ভাঙেন বাবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement