Cricket Australia

রোহিতদের বিরুদ্ধে নামার দু’দিন আগে অস্ট্রেলিয়ায় বিতর্ক, ঘরোয়া দল নির্বাচনে নাটক, ক্ষমা চাইল অভিযুক্ত

যোগ্যতায় নয়, জাম্পা নাকি জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে বলে। যে অভিযোগ অস্বীকার করেনি নিউ সাউথ ওয়েলস। বরং জাম্পাকে জোর করে দলে নিতে হয়েছে বলে স্বীকার করে তারা। পরে যদিও জাম্পার কাছে ক্ষমাও চায় দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮:০২
Adam Zampa

অ্যাডাম জাম্পা। —ফাইল চিত্র।

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। সিরিজ়ে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া এই টেস্টে না জিতলে চাপে পড়বে। এই অবস্থায় খেলা শুরুর দু’দিন আগে সে দেশের ক্রিকেটে বিতর্ক। তবে এই বিতর্ক অস্ট্রেলিয়ার টেস্ট দল নিয়ে নয়, সে দেশের ঘরোয়া ক্রিকেটের দল নির্বাচন নিয়ে।

Advertisement

অ্যাডাম জাম্পাকে নাকি জোর করে শেফিল্ড শিল্ডে খেলানো হয়েছে। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেন তিনি। কিন্তু নিজের যোগ্যতায় নয়, জাম্পা নাকি জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে বলে। যে অভিযোগ অস্বীকার করেনি নিউ সাউথ ওয়েলস। বরং জাম্পাকে জোর করে দলে নিতে হয়েছে বলে স্বীকার করে তারা। পরে যদিও জাম্পার কাছে ক্ষমাও চায় দল।

শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিরুদ্ধে গত সপ্তাহে ম্যাচ ছিল নিউ সাউথ ওয়েলসের। সেই ম্যাচে খেলেছিলেন জাম্পা। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জাম্পার কাছে লিখিত ভাবে ক্ষমা চেয়েছে নিউ সাউথ ওয়েলস দল।

জাম্পাকে জোর করে দলে নেওয়ার কথা বলেছিলেন নিউ সাউথ ওয়েলসের নির্বাচক স্টুয়ার্ট ক্লার্ক এবং ডিরেক্টর এড কোয়ান। ক্লার্ক বলেন, “একটা সমস্যায় পড়েছিলাম। সেটা জাম্পাকে নিয়ে। ওকে দলে নেওয়ার ব্যাপারে কোনও আলোচনাই হয়নি। আমাদের বলে হয়েছিল ওকে দলে রাখতেই হবে। সত্যি বলছি, আমি বুঝিনি ক্রিকেট অস্ট্রেলিয়া কেন এমন বলেছিল। তবে আমাদের কোনও আলোচনা হয়নি জাম্পাকে দলে নেওয়ার ব্যাপারে। সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গিয়েছিল।”

বোর্ড যদিও সেই দাবি মানেনি। জাম্পাকে জোর করে দলে নিতে বলা হয়েছে বলে মানছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। বরং তারা জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস জাম্পাকে দলে না নিলে প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলানো হত তাঁকে। এর পরেই নিউ সাউথ ওয়েলস জাম্পার কাছে ক্ষমা চেয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন