Border-Gavaskar Trophy 2024-25

কোহলি, বেঙ্গালুরুর ভক্ত অস্ট্রেলিয়ার মন্ত্রী, বিরাটকে কাছে পেয়ে কী করলেন ওয়াটস

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন সে দেশের সংসদ ভবনে। কোহলিকে সামনে দেখে নিজেকে সামলাতে পারেননি সে দেশের সহকারী বিদেশমন্ত্রী ওয়াটস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৮:৪৭
PIcture of Tim Watts and Virat Kohli

(বাঁ দিকে) টিম ওয়াটস এবং বিরাট কোহলি (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

নেতা-মন্ত্রীদের কাছে পৌঁছনোর প্রবণতা থাকে সাধারণ মানুষের একাংশের মধ্যে। কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটল অস্ট্রেলিয়ায়। সে দেশের এক মন্ত্রী বিরাট কোহলির সঙ্গে ছবি তুলতে এক রকম ছুটে এলেন। ভারতীয় দল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সংসদে গিয়েছিল। সুযোগ হাতছাড়া করেননি সেই মন্ত্রী।

Advertisement

কোহলির ভক্ত অস্ট্রেলিয়ার সহকারী বিদেশমন্ত্রী টিম ওয়াটস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও ভক্ত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ় ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন সে দেশের সংসদ ভবনে। কোহলিকে সামনে পেয়ে আর নিজেকে সামলাতে পারেননি ওয়াটস। ভারতের প্রাক্তন অধিনায়কের কাছে এসে ছবির জন্য অনুরোধ করেন। কোহলিও হাসিমুখে সম্মতি জানান। কোহলির সঙ্গে ছবি তোলার পর সমাজমাধ্যমে পোস্ট করেছেন উচ্ছ্বসিত ওয়াটস। সঙ্গে জুড়ে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি পরা নিজের আরও একটি ছবি।

উচ্ছ্বাস গোপন করেননি অস্ট্রেলিয়ার সহকারী বিদেশমন্ত্রী। তিনি সমাজমাধ্যমে ছবির সঙ্গে লিখেছেন, ‘‘আমি রোমাঞ্চিত। সংসদ ভবনে প্রধানমন্ত্রী ভারতীয় দলকে এবং প্রধানমন্ত্রী একাদশের ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। কোহলিকে কাছে বলেছি, আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থক এবং তাঁর ভক্ত। কোহলির সঙ্গে ছবি তোলার সেরা সুযোগ ছিল সংসদ ভবনের অনুষ্ঠানে। সুযোগ নষ্ট করিনি। আমি কোহলির গুণমুগ্ধ। যে কোনও আন্তর্জাতিক ক্রিকেটারের চেয়ে কোহলির খেলা দেখতে অনেক বেশি পছন্দ করি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেললেও কোহলির খেলা দেখি। কারণ উনি অস্ট্রেলীয়দের মতোই খেলেন। শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নয়, সব সময় একই রকম ভাবে খেলেন কোহলি।’’

৩০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট। পার্‌থে প্রথম টেস্টে ২৯৫ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল।

আরও পড়ুন
Advertisement