BGT 2024-25

তিন দিনে খেলা হয়েছে ১৩৪ ওভার, শেষ দু’দিনে ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ার

বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। পুরো ওভারের খেলা না-হলেও ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫
cricket

রোহিত শর্মা। ব্রিসবেনে চাপে রয়েছে ভারত। —ফাইল চিত্র।

তিন দিনে যেখানে ২৭০ ওভার খেলা হওয়া উচিত সেখানে মাত্র ১৩৪ ওভার খেলা হয়েছে। বৃষ্টির জেরে এই তিন দিনে অর্ধেক ওভার খেলা হয়নি। পুরো ওভারের খেলা না-হলেও ভারতকে লজ্জায় ফেলার ছক তৈরি অস্ট্রেলিয়ার। তাদের প্রথম লক্ষ্য ভারতকে ফলো-অন করানো।

Advertisement

তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের প্রথম কাজ হবে ভারতের বাকি ছয় উইকেট ফেলা। যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। আমরা ভারতকে ফলো-অন করাতে চাইছি।”

ব্রিসবেনে বাকি দু’দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ, বাকি ১৮০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা অনেক কম। অস্ট্রেলিয়া জানে, এই টেস্টে চারটি ইনিংস হওয়ার সম্ভাবনা কম। তাই তিন ইনিংসেই খেলা শেষ করতে চাইছে তারা। মার্শ বলেন, “এই টেস্টে চারটে ইনিংস হওয়ার সম্ভাবনা নেই। তিনটে ইনিংসেই জিততে হবে। তার জন্য ভারতকে যত কম রানে সম্ভব অল আউট করতে হবে। তার পরেই আমরা ওদের দ্বিতীয় ইনিংসের কথা ভাবব।”

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪৫ রান করেছে অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ১৫২ ও স্টিভ স্মিথ ১০১ রান করেছেন। ভারতের বোলারদের মধ্যে একমাত্র নজর কেড়েছেন যশপ্রীত বুমরা। ৬ উইকেট নিয়েছেন তিনি। জবাব ভারতীয় ব্যাটারেরা সমস্যায় পড়েছেন। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ রান পাননি। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৫১। এখনও অস্ট্রেলিয়ার থেকে ৩৯৪ রান পিছনে রয়েছে ভারত। ফলে চতুর্থ দিন ব্যাট করতে নামার সময় চাপে থাকবেন রোহিত শর্মারা।

Advertisement
আরও পড়ুন