ট্রেভিস হেড। —ফাইল চিত্র।
চোট রয়েছে ট্রেভিস হেডের। তিনি নিজে বলেছিলেন, চোট নিয়ে ভাবার কোনও কারণ নেই। কিন্তু সোমবার অনুশীলন করতে পারেননি হেড। মঙ্গলবার অনুশীলনে এলেও তাঁকে পুরোপুরি অংশ নিতে দেখা যায়নি। যে কারণে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্টে হেড খেলবেন কি না তা স্পষ্ট নয়।
অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার টেস্টে মিডল অর্ডারে দলের বড় ভরসা। হেড ফর্মে রয়েছেন। গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন। ব্রিসবেনেও শতরান করেন তিনি। সিরিজ়ে এখনও পর্যন্ত ৪০৯ রান করে বাকিদের থেকে অনেক এগিয়ে। গড় ৮১.৮০। তিনিই ভারতের মূল মাথাব্যথা। এমন এক জন ব্যাটারকে ছাড়া মেলবোর্নে নামতে চাইবে না অস্ট্রেলিয়া। কিন্তু ব্রিসবেন টেস্টে চোট পেয়েছিলেন হেড। যে কারণে ভারতের দ্বিতীয় ইনিংসের সময় ফিল্ডিং করতে নামেননি তিনি। মঙ্গলবার ২০ মিনিট থ্রো ডাউন নেওয়ার পর হেডকে দীর্ঘ ক্ষণ ফিজিয়ো নিক জোনসের সঙ্গে কথা বলতে দেখা যায়। ফিল্ডিং ড্রিলের সময়েও খুব বেশি স্বচ্ছন্দ দেখায়নি হেডকে।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড যদিও হেডকে মেলবোর্নে পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “নিজেকে তৈরি করার জন্য সব রকম চেষ্টা করছে হেড। কিছু সমস্যা রয়েছে। আশা করছি ও খেলতে পারবে। আমাদের মধ্যে কথা হয়েছে ফিল্ডিংয়ের জায়গা নিয়ে। কোথায় ফিল্ডিং করলে ওর জন্য ভাল হবে সেই নিয়ে কথা হয়েছে।” হেডের চোটের কথা মাথায় রেখেই হয়তো ফিল্ডিং পজিশন নিয়ে আলোচনা করা হচ্ছে। যাতে খুব বেশি সমস্যায় পড়তে না হয় তাঁকে।
তিনটি টেস্টে ইতিমধ্যেই ৪০৯ রান করে ফেলেছেন হেড। তাঁর গড় ৮১.৮০। এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন তিনিই। ২৬ ডিসেম্বর থেকে শুরু পরবর্তী টেস্ট। সেখানে হেডকে দলে রাখতে চাইবে অস্ট্রেলিয়া।