BGT 2024-25

ভারতের বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে বদল অসিদের, দলে ১৯ বছরের ব্যাটার, তিন বছর পর ফিরলেন পেসার

চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন হেজ়লউড। তাঁর পরিবর্ত হিসাবে তিন বছর পর এক জোরে বোলারকে জাতীয় দলে ফেরাল অস্ট্রেলিয়া। দলে এসেছেন ১৯ বছরের এক ব্যাটারও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১১:১৭
picture of Pat Cummins

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের চতুর্থ টেস্ট শুরু হতে বাকি ছ’দিন। হাতে সময় থাকতেই সিরিজ়ের শেষ দু’টি সিরিজ়ের জন্য ১৫ জনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। মেলবোর্ন এবং সিডনি টেস্টের জন্য দলে এক জোড়া পরিবর্তন করেছেন প্যাট কামিন্সেরা। দু’টি ক্ষেত্রেই রয়েছে চমক।

Advertisement

চোট সারিয়ে ব্রিসবেন টেস্টের দলে ফেরা জস হেজ়লউল আবার চোট পেয়েছেন। তৃতীয় টেস্টে কয়েক ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ে টান ধরে তাঁর। রোহিত শর্মাদের বিরুদ্ধে বাকি দু’টি টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা নেই। তাই শেষ দু’টি টেস্টের দলে তাঁর নাম না থাকা প্রত্যাশিতই ছিল। তবে তাঁর পরিবর্ত হিসাবে তিন বছর পর সুযোগ দেওয়া হল এক জোরে বোলারকে। ঝেই রিচার্ডসনকে দলে ফেরাল অস্ট্রেলিয়া। ২০২২ সালের জুনে শেষ বার তিনি জাতীয় দলের হয়ে খেলেছিলেন। শেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের ডিসেম্বরে। তিনটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে রিচার্ডসনের। রোহিতদের বিরুদ্ধে শেষ দু’টি টেস্টের জন্য তাঁর উপরই ভরসা রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। নিঃসন্দেহে চমক দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা।

দ্বিতীয় চমক হল বাদ দেওয়া হয়েছে তরুণ ওপেনার নাথান ম্যাকসুইনিকে। প্রথম তিনটি টেস্টে প্রথম একাদশে থাকলেও ইনিংসের শুরুতে দলকে ভরসা দিতে পারেননি ম্যাকসুইনি। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে ১৯ বছরের তরুণ ব্যাটার স্যাম কনস্টাকে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে সাফল্য পেয়েছিলেন তিনি। বর্ডার-গাওস্কর ট্রফির শুরুতে আলোচনাতেও উঠে এসেছিলেন। কিন্তু সে সময় ম্যাকসুইনির উপরই আস্থা রেখেছিলেন কামিন্সেরা। তিনি রান না পাওয়ায় জাতীয় দলের দরজা খুলে গেল কনস্টার জন্য।

প্রথম বার জাতীয় দলে সুযোগ পেলেও মেলবোর্নে কনস্টার খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ঢুকতে পারেন জশ ইংলিস। দলে রয়েছেন বিউ ওয়েবস্টারও। এই দু’টি পরিবর্তন ছাড়া অপরিবর্তিত রয়েছে অস্ট্রেলিয়ার দল।

অস্ট্রেলিয়ার ১৫ জনের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), উসমান খোয়াজা, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্যাম কন্টাস, অ্যালেক্স ক্যারে, জশ ইংলিস, সিন অ্যাবট, স্কট বোল্যান্ড, বিউ ওয়েবস্টার এবং ঝেই রিচার্ডসন।

Advertisement
আরও পড়ুন