BGT 2024-25

সব জিতলেও ভারতকে হারানো হয়নি, অ্যাডিলেডে নামার আগে ‘শেষ লক্ষ্য’ স্থির করে নিলেন কামিন্স

এক দিনের বিশ্বকাপ, অ্যাশেজ়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তবে আজ পর্যন্ত ভারতকে কখনও টেস্ট সিরিজ়‌ে হারাতে পারেননি। অধরা এই লক্ষ্যই এ বার পূরণ করতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৬:২০
cricket

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। — ফাইল চিত্র।

এক দিনের বিশ্বকাপ, অ্যাশেজ়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তবে আজ পর্যন্ত ভারতকে কখনও টেস্ট সিরিজ়‌ে হারাতে পারেননি। অধরা এই লক্ষ্যই এ বার পূরণ করতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুধু তিনি নন, দলের অর্ধেক ক্রিকেটারই এই স্বপ্ন দেখছেন। অ্যাডিলেড টেস্টে নামার আগে বললেন কামিন্স।

Advertisement

২০১১ সালে টেস্টে অভিষেক হয়েছিল কামিন্সের। ভারতের বিরুদ্ধে প্রথম বার খেলেন ২০১৭ সালে। ২০১৪-১৫ থেকে অস্ট্রেলিয়া টেস্টে ভারতকে হারাতে পারেনি। সেই পরিসংখ্যান বদলাতে মরিয়া কামিন্স।

ম্যাচের আগের দিন বলেছেন, “সাজঘরের অর্ধেক ক্রিকেটার বর্ডার-গাওস্কর ট্রফি জেতেনি। এই একটা কাজ আমরা করতে চাই। গত কয়েক বছরে যে চ্যালেঞ্জই সামনে আসুক আমরা সামলে দিয়েছি। এই সিরিজ়‌ে আরও এক বার সেটা করতে হবে। প্রায় অর্ধেক প্রজন্ম আমাদের হাতে বর্ডার-গাওস্কর ট্রফি দেখেনি।”

এই দলের ক্রিকেটারদের মধ্যেই ২০১৪-১৫ সালের সেই সিরিজ়‌ে ছিলেন মিচেল স্টার্ক, জশ হেজ়লউড (অ্যাডিলেডে খেলবেন না), মিচেল মার্শ এবং নেথান লায়ন। তার পর থেকে চারটি সিরিজ়ই জিতেছে ভারত। তা হলে ট্রফি জেতার জন্য চাপ রয়েছে?

মানলেন না কামিন্স। বলেছেন, “মনে হয় না এটা কোনও চাপ। আমরা ঘরের মাঠে খেলছি। ভাল তো খেলতেই হবে। আমরা জানি ভারত শক্তিশালী দল। গত তিনটে সিরিজ়‌ে আমরা অনেকেই খেলেছি। এই সিরিজ়টা নিঃসন্দেহে বড়। তবে খুব দূরের দিকে তাকাতে চাই না। ভারতের বিরুদ্ধে আমরা সব সময়েই ভাল খেলার চেষ্টা করি।”

৬৩ টেস্টে ২৭২ উইকেট নেওয়া কামিন্স বর্ডার-গাওস্কর ট্রফির সঙ্গে অ্যাশেজ়‌ের তুলনা করতে চাননি। তবে ভারতের সঙ্গে লড়াই যে সবচেয়ে হাড্ডাহাড্ডি হয় এটা মেনে নিয়েছেন। বলেছেন, “সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ। অ্যাশেজ়‌ের ইতিহাস রয়েছে। অনেকে এই সিরিজ় দেখে। তবে বর্ডার-গাওস্কর ট্রফি কতটা উত্তেজক হতে পারে সেটা সাম্প্রতিক সময়ে দেখেছি। দুটো দলই একই ঘরানার ক্রিকেট খেলার চেষ্টা করে। এ বার তো পাঁচ টেস্টের সিরিজ়। তাই বাড়তি বোঝা রয়েছে।”

Advertisement
আরও পড়ুন