ICC World Cup 2023

এক ম্যাচে জোড়া রেকর্ড, দু’জোড়া ওপেনারের জুটিতে বিশ্বকাপে ইতিহাস

শুক্রবার প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ২৫৯ রানের জুটি গড়েন। পাকিস্তানের দুই ওপেনার রেকর্ড গড়লেও ম্যাচ জেতাতে পারেননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১০:৩১
David Warner

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

একটি ম্যাচে দুই দলের ওপেনিং জুটিই রেকর্ড গড়ল। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি রইল ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের মুখে। পাকিস্তানের আবদুল্লা শফিক এবং ইমাম উল হক রেকর্ড গড়লেও দলকে জেতাতে পারলেন না।

Advertisement

শুক্রবার প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ২৫৯ রানের জুটি গড়েন। ওয়ার্নার ১২৪ বলে ১৬৩ রান করেন। এক দিনের ক্রিকেটে এটি তাঁর ২১তম শতরান। মার্শ করেন ১০৮ বলে ১২১ রান। তাঁদের দাপটে অস্ট্রেলিয়া ৩৬৭ রান তোলে। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ বার দুই ওপেনার শতরান করলেন। ওয়ার্নারদের এই জুটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তুলল। অস্ট্রেলিয়ার হয়ে এটাই ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড।

পাকিস্তানের দুই ওপেনারের রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আবদুল্লা এবং ইমাম প্রথম পাক ওপেনিং জুটি যাঁরা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করল। ১৩৪ রান তুলেছিলেন আনদুল্লারা। ৬৪ রান করেন আবদুল্লা। ইমাম করেন ৭০ রান। তাঁদের এই রেকর্ড জুটি যদিও পাকিস্তানের হার বাঁচাতে পারেনি। তবে এই প্রথম বিশ্বকাপের মঞ্চে দুই দল মিলিয়ে চার ওপেনারই ৫০ বা তার বেশি রান করল।

শুক্রবার অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩৬৭ রান করে। জবাবে পাকিস্তান শেষ হয়ে যায় ৩০৫ রানে। ৬২ রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ম্যাচের সেরার পুরস্কার পান। এ বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় জয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement