জয় শাহ। —ফাইল চিত্র।
প্রথমে আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ বন্ধ করা। তার পরে ম্যাচ গড়াপেটায় দোষী কোচকে ছ’বছরের জন্য নির্বাসনের শাস্তি। আইসিসির চেয়ারম্যান হয়ে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন জয় শাহ। কোচের বিরুদ্ধে তিন বছর আগে গড়াপেটার অভিযোগ উঠেছিল। এত দিন কোনও শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বার হল।
আবু ধাবি টি১০ লিগে সানি ধিলোঁর বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ উঠেছিল। সেই সময় একটি দলের সহকারী কোচ ছিলেন তিনি। শুধু সানি নন, সে বার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল মোট আট জনের বিরুদ্ধে। সেই সময় আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি সেই আট জনকে প্রতিযোগিতা থেকে বরখাস্ত করেছিল। তা ছাড়া কোনও শাস্তি দেওয়া হয়নি। ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর সানিকে নিলম্বিক করা হয়েছিল। এ বার নির্বাসিত হলেন তিনি।
১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ। সোমবার বৈঠকে বসেছিল আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি। সেখানেই আইসিসির ২.১.১, ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় সানিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার পরেই তাঁকে ছ’বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। এই সময় কোনও ভাবেই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।
মঙ্গলবারই আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট সংস্থা আর টি-টোয়েন্টি ও টি-টেন লিগের আয়োজন করতে পারবে না। যে কোনও দেশের ক্রিকেট লিগে আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম একাদশে অন্তত সাত জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে। কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়ম মানেনি। তা ছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি তারা। সেই কারণে তাদের লিগ বাতিল করা হয়েছে। আমেরিকার ক্রিকেট সংস্থাকে তা জানিয়েও দিয়েছে আইসিসি।