Virat Kohli

মিটেছে ১০২০ দিনের অপেক্ষা, আফগানিস্তানের বিরুদ্ধে শতরানের পর কোহলীর নামের পাশে একাধিক নজির

বৃহস্পতিবার এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রান করেছেন বিরাট কোহলী। সেই সঙ্গেই একাধিক নজির গড়ে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কী কী নজির গড়লেন তিনি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪২
কোহলীর নামের পাশে একাধিক নজির।

কোহলীর নামের পাশে একাধিক নজির। ছবি পিটিআই

দীর্ঘ ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে আবার শতরান পেয়েছেন বিরাট কোহলী। বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রান করেছেন তিনি। এই ইনিংসের পরেই একাধিক নজির তৈরি করে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দীর্ঘ অপেক্ষার পর শতরান শুধু কোহলীকে ছন্দে ফেরালই না, তাঁর নামের পাশে একাধিক নজিরও জুড়ে দিল।

কী কী নজির তৈরি করলেন কোহলী?

Advertisement

এক, অপরাজিত ১২২ রানের সাহায্যে টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন কোহলী। এখন তাঁর সংগ্রহে ৩৫৮৪ রান। শীর্ষে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সংগ্রহে ৩৬২০ রান রয়েছে।

দুই, আফগানিস্তানের বিরুদ্ধে ছ’টি ছয় মেরেছেন কোহলি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ১০০-র বেশি ছয় হয়ে গেল তার। এখানেও তিনি রোহিতের পিছনে রয়েছেন। রোহিত ১৭১টি ছয় মেরেছেন।

তিন, দীর্ঘ দিনের খরা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান করে ফেললেন কোহলী। ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে। এখন তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর (১০০)।

চার, এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ব্যাটার হিসাবে শতরান করলেন কোহলী। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই নিয়ে দ্বিতীয় বার সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলা হচ্ছে এশিয়া কাপ। সেখানেই কোহলী এই নজির গড়লেন।

পাঁচ, টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া দু’টি এশিয়া কাপে সর্বোচ্চ রান কোহলীর নামের পাশেই। ১০ ম্যাচে তিনি ৪২৯ রান করেছেন। ২৭১ রান নিয়ে রোহিত রয়েছেন দু’নম্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement