Asia Cup 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও চিন্তায় গাওস্কর, রোহিতদের হুঁশিয়ারি প্রাক্তন ক্রিকেটারের

বার বার বদলের ফলে ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া তৈরি হচ্ছে না বলে জানিয়েছেন সুনীল গাওস্কর। সেই কারণে বার বার দল ব্যর্থ হচ্ছে বলে মনে করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৯
রোহিতদের খেলায় খুশি নন গাওস্কর।

রোহিতদের খেলায় খুশি নন গাওস্কর। —ফাইল চিত্র

এশিয়া কাপের সুপার ফোর-এ পর পর দু’ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় ভারত। খাতায়কলমে সুযোগ থাকলেও তার সম্ভাবনা খুব কম। তাই এশিয়া কাপ নিয়ে রোহিত শর্মাদের ভাবতে নিষেধ করেছেন সুনীল গাওস্কর। তাঁর নজর টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতেও যাতে ভারতীয় দলের এই হাল না হয় সেই বিষয়ে রোহিতদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাওস্করের পরামর্শ, আর পরীক্ষা-নিরীক্ষার দিকে না হেঁটে ম্যানেজমেন্টের উচিত বিশ্বকাপের কথা মাথায় রেখে একটি দল তৈরি করা। সেই দলকেই চলতি মাসে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি।

কিন্তু কেন ভারতীয় দলের এই হাল? কেন বার বার বড় প্রতিযোগিতায় গিয়ে ছিটকে যেতে হচ্ছে রোহিতদের? এই প্রশ্নের জবাবে গাওস্কর জানিয়েছেন, দলে বার বার বদলের জন্য বোঝাপড়ার সমস্যা হচ্ছে। তিনি বলেছেন, ‘‘একই দল খেলানো হচ্ছে না। যখন এক দল দীর্ঘ দিন ধরে খেলে তখন ক্রিকেটারদের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি হয়। পরীক্ষা-নিরীক্ষা করার মধ্যে কোনও ভুল নেই। কিন্তু সেটা করতে গিয়ে বার বার দল পরিবর্তন করা হচ্ছে। কোনও ক্রিকেটার দলের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। তার আগেই সেই ক্রিকেটারের জায়গায় অন্য কেউ চলে আসছে। তাই এই সমস্যা হচ্ছে।’’

Advertisement

এশিয়া কাপের আগে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলী, রোহিত শর্মাদের বিশ্রাম দেওয়া হয়েছিল। কোচ দ্রাবিড় জানিয়েছিলেন, ক্রিকেটারদের উপর থেকে ধকল কমাতেই এই সিদ্ধান্ত। এ ভাবে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে আখেরে দলের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘‘আমি ভেবেছিলাম, এশিয়া কাপের আগে জিম্বাবোয়েতে অন্তত প্রথম দল খেলতে যাবে। কিন্তু এশিয়া কাপের দলে থাকা বেশির ভাগ ক্রিকেটার সেখানে গেল না। সেখানে গিয়ে যারা ভাল খেলল তারা আবার এশিয়া কাপের দলে সুযোগ পেল না। তা হলে কী ভাবে দলের মধ্যে বোঝাপড়া তৈরি হবে?’’

বার বার ভারতীয় দলের এই ব্যর্থতায় চিন্তায় পড়ে গিয়েছেন গাওস্কর। তাই রোহিত-দ্রাবিড়দের পরামর্শ দিয়েছেন তিনি। গাওস্কর বলেছেন, ‘‘একটু চিন্তা হচ্ছে। তবে এখনও সময় আছে। আমি ম্যানেজমেন্টকে বলব, অস্ট্রেলিয়ায় যে দল বিশ্বকাপ খেলতে যাবে সেই দলকেই যেন দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলানো হয়। তা হলে অন্তত কয়েকটা ম্যাচ হাতে পাওয়া যাবে। এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় অতিরিক্ত দু’তিন দিন পাবে রোহিতরা। সেই কয়েক দিন বিশ্রাম করে বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দেওয়া উচিত ওদের।’’

এশিয়া কাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের প্রথম খেলা পাকিস্তানের বিরুদ্ধে। সেখানে আর কোনও ভুল চাইছেন না গাওস্কর। তিনি জানিয়েছেন, তরতাজা ক্রিকেটারদের থেকে খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের বেশি দরকার। তবেই রোহিতরা জিততে পারবেন বলে মনে করেন তিনি।

Advertisement
আরও পড়ুন