Rashid Khan

টি-টোয়েন্টিতে নতুন কীর্তি রশিদ খানের! শাকিবের আরও কাছে চলে এলেন আফগান লেগ স্পিনার

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করলেন রশিদ। সাউদিকে টপকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি। তাঁর আগে এখন রয়েছেন শুধু শাকিব।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ১৬:০৪
২০ ওভারের ক্রিকেটে নতুন নজির শাকিবের।

২০ ওভারের ক্রিকেটে নতুন নজির শাকিবের। ছবি: টুইটার।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে নজির গড়লেন রশিদ খান। ২০ ওভারের ক্রিকেটে আফগানিস্তানের লেগ স্পিনার এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। শীর্ষে থাকা শাকিব আল হাসানের থেকে মাত্র সাতটি উইকেট পিছনে রয়েছেন তিনি।

মঙ্গলবার এশিয়া কাপের ম্যাচে শাকিব আল হাসানদের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে রশিদ টপকে গেলেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে। ২৩ বছরের লেগ স্পিনারের ঝুলিতে এখন টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ১১৫টি উইকেট। এখনও পর্যন্ত ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রশিদ। সাউদির সংগ্রহে রয়েছে ১১৪টি উইকেট। এই তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর সংগ্রহে এখনও পর্যন্ত ১২২টি উইকেট।

Advertisement

২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় রশিদের। ৫৩টি ম্যাচে ১০০তম উইকেট নেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে শততম উইকেট প্রাপ্তির ক্ষেত্রে যা দ্রুততম। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে রশিদ ৪৭২টি উইকেটের মালিক। স্পিনারদের মধ্যে তিনিই বিশ্বের শীর্ষে। তাঁর পর দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। কলকাতা নাইট রাইডার্সের স্পিনারের ঝুলিতে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের ৪৬৩টি উইকেট। সব মিলিয়েও টি-টোয়েন্টি ক্রিকেট রশিদ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো। তাঁর উইকেট সংখ্যা ৬০৪।

সব ধরনের ক্রিকেটেই আফগান লেগ স্পিনার তাঁর মুন্সিয়ানা দেখিয়েছেন। তাঁর বল খেলার সময় সতর্ক থাকতে হয় ব্যাটারদের। পাঁচটি টেস্ট খেলে রশিদের সংগ্রহ ৩৪টি উইকেট। ৮৩টি এক দিনের ম্যাচে নিয়েছেন ১৫৮টি উইকেট। এ বার টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। এশিয়া কাপে তাঁকে যে ছন্দে দেখা যাচ্ছে, তাতে এই প্রতিযোগিতাতেই শাকিবকে পেরিয়ে যেতে পারেন। সে ক্ষেত্রে রশিদই হবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি।

Advertisement
আরও পড়ুন