Asia Cup 2022

সুপার ফোর-এ চার দলই খেলে ফেলল একটি করে ম্যাচ, পয়েন্ট তালিকায় কোন দল কোথায় রয়েছে

এশিয়া কাপের সুপার ফোর-এ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চারটি দলই নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে এক নজরে দেখে নিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৪
পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে রোহিতরা।

পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে রোহিতরা। —ফাইল চিত্র

এশিয়া কাপের সুপার ফোর-এর প্রথম রাউন্ডের খেলা হয়ে গিয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান, চারটি দলই নিজেদের একটি করে ম্যাচ খেলে নিয়েছে। প্রথম রাউন্ডের পরে পয়েন্ট তালিকায় চার দলের কে কোথায় দাঁড়িয়ে, দেখে নেওয়া যাক।

পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানকে হারিয়ে তাদের পয়েন্ট ২। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ভারতকে হারানোয় তাদেরও পয়েন্ট ২। কিন্তু নেট রানরেটে শ্রীলঙ্কার থেকে পিছিয়ে তারা। তিন নম্বরে রয়েছে ভারত। তাদের পয়েন্ট শূন্য। শ্রীলঙ্কার কাছে হেরে চার নম্বরে আফগানিস্তান। তাদেরও পয়েন্ট শূন্য। নেট রানরেটে ভারতের পিছনে রয়েছে তারা।

Advertisement

শেষ চারের প্রথম খেলায় আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান করেছিল আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। চার উইকেটে ম্যাচ জিতে যান দাসুন শনকারা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

প্রথম ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। তাদের নেট রানরেট +০.৫৮৯। অন্য দিকে প্রথম ম্যাচ হারায় এখনও আফগানিস্তানের পয়েন্ট শূন্য। রশিদ খানদের নেট রানরেট -০.৫৮৯।

এশিয়া কাপের গ্রুপ পর্বে হারলেও সুপার ফোর-এর খেলায় ভারতকে হারিয়েছে পাকিস্তান। ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে বাবর আজমরা। এক ম্যাচে তাঁদের পয়েন্ট ২। নেট রানরেট +০.১২৬। অন্য দিকে পাকিস্তানের কাছে হারায় ভারতের পয়েন্ট শূন্য। রোহিত শর্মাদের নেট রানরেট -০.১২৬।

ভারত-পাকিস্তান ম্যাচের পরে সুপার ফোর-এ আরও চারটি খেলা বাকি রয়েছে। সোমবার কোনও ম্যাচ নেই। মঙ্গলবার ভারত নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর শারজায় আফগানিস্তান মুখোমুখি হবে পাকিস্তানের। পর দিন আবার নামবে আফগানিস্তান। এ বার দুবাইয়ে তারা খেলবে ভারতের বিপক্ষে। ৯ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement