Babar Azam

Asia Cup 2022: সব পরিকল্পনা ভেস্তে দিল হার্দিক! কোথায় ম্যাচ হারলেন ব্যাখ্যা পাক অধিনায়ক বাবরের

ব্যাট হাতে অল্প রান করলেও লড়াই করেছিলেন বাবররা। কিন্তু শেষ পর্যন্ত হার্দিকের কাছেই তাঁদের হারতে হল বলে স্বীকার করে নিয়েছেন পাক অধিনায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ০০:২২
বাবর আজম।

বাবর আজম। ফাইল চিত্র

অল্প রান নিয়েও লড়াই করেছিলেন। শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন খেলা। শেষ ওভারের জন্য স্পিনারকে রেখে দেওয়ার পিছনেও ছিল বিশেষ পরিকল্পনা। কিন্তু সব ভেস্তে দিলেন হার্দিক পাণ্ড্য। ম্যাচ শেষে সেই ব্যাখ্যা দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

ভারতের কাছে হারের পরে বাবর বলেন, ‘‘আমরা নওয়াজকে ধরে রেখেছিলাম। খেলাটা শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। ভেবেছিলাম, শেষ ওভারে ১৫-১৬ রান দরকার থাকলে নওয়াজ সেটা আটকাতে পারবে। কিন্তু হার্দিক সব ভেস্তে দিল।’’

Advertisement

ব্যাটিংয়ের জন্যই দলকে হারতে হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন বাবর। তিনি বলেন, ‘‘আমরা ১০-১৫ রান কম করেছিলাম। কিন্তু তার পরেও বোলাররা যে ভাবে লড়াই করল তার প্রশংসা করতেই হবে। নাসিম পায়ের ব্যথা নিয়েও বল করেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা পারলাম না।’’

আরও পড়ুন
Advertisement